Advertisement
০২ মে ২০২৪

অবরোধ নামা

বামনগাছি-মহিলাদের বিশেষ ট্রেন মাতৃভূমিতে পুরুষ যাত্রী ওঠার প্রতিবাদে ডাউন বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমির মহিলা যাত্রীদের অবরোধ।

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ১৫:৪১
Share: Save:

অবরোধ নামা

সকাল ৮ টা ১৭

বামনগাছি-মহিলাদের বিশেষ ট্রেন মাতৃভূমিতে পুরুষ যাত্রী ওঠার প্রতিবাদে ডাউন বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমির মহিলা যাত্রীদের অবরোধ।

সকাল ৯টা

বারাসত-মাতৃভূমি আসতে দেরি করছে। পুরুষ যাত্রী ওঠার প্রতিবাদে মাতৃভূমির জন্য অপেক্ষমান মহিলা যাত্রীদের অবরোধ। (কিছুক্ষণের জন্য)

সকাল ৯ টা ১৫

বিরাটি-ডাউন বারাসত-শিয়ালদহ মাতৃভূমি থেকে এক যুবককে ফেলে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে অবরোধ শুরু যাত্রী, সাধারন মানুষের।

সকাল ৯টা ৩০

বামনগাছি-সেই খবর পেয়ে মাতৃভূমির মহিলাদের অবরোধ তুলতে নেমে এল বাকী দুটি দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রী ও আশপাশের মানুষ। শুরু ধ্বস্তাধ্বস্তি, মারপিট।

সকাল ৯টা ৩৫

দত্তপুকুর-মাতৃভূমি বাতিলের দাবিতে সাধারন যাত্রীদের অবরোধ।

সকাল ১০ টা ১৫

বামনগাছি-ইটবৃষ্টি, মারপিট, পুলিশের হস্তক্ষেপে উঠল অবরোধ।

সকাল ১১টা

বিশরপাড়া-বিরাটিতে জখম যুবকের বাড়ি বিশরপাড়ায়, সে খবর আসতেই অবরোধ।

১১টা ১০

অশোকনগর-অবরোধের প্রতিবাদে অবরোধ। (আধ ঘণ্টা)

১১টা ১৫

হৃদয়পুর-মাতৃভূমি বাতিলের দাবিতে অবরোধ। (কিছুক্ষণের জন্য)

১১টা ৩০

দত্তপুকুর-পুল‌িশি আশ্বাসে উঠল অবরোধ, ফের অবরোধের হুমকি।

১১টা ৩৫

মধ্যমগ্রাম-মাতৃভূমি বাতিলের দাবিতে অবরোধ। (কিছুক্ষণের জন্য)

দুপুর ১টা

বিশরপাড়া-দোষীদের গ্রেফতারের আশ্বাস, আটক, উঠল অবরোধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE