Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ইডি আর্থিক বিষয়ে প্রশ্ন করেনি, দাবি অর্পিতার

সোমবার ইডি-র জিজ্ঞাসাবাদের পরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কার্যত কথাই বলেননি। সাংবাদিকদের সরাসরি ইডি-র সঙ্গে কথা বলতে বলেছিলেন। এ দিন ইডি সূত্রের বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ‘মিথ্যে প্রচারে’র বিরুদ্ধে মুখ খুললেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০৩:২০
Share: Save:

সোমবার ইডি-র জিজ্ঞাসাবাদের পরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কার্যত কথাই বলেননি। সাংবাদিকদের সরাসরি ইডি-র সঙ্গে কথা বলতে বলেছিলেন। এ দিন ইডি সূত্রের বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ‘মিথ্যে প্রচারে’র বিরুদ্ধে মুখ খুললেন।

অর্পিতা এ দিন প্রেস বিবৃতি জারি করে দাবি করেছেন, ইডি তাঁকে ভাউচার সংক্রান্ত কোনও প্রশ্নই করেনি এবং কোনও ভাউচার তাঁকে দেখানো হয়নি। সারদার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনও আর্থিক সংক্রান্ত ব্যাপারে তাঁর কাছে ইডি কিছু জানতে চায়নি বলেও দাবি অর্পিতার।

অর্পিতাকে গত এক সপ্তাহে দু’দিন জিজ্ঞাসাবাদ করেছে ইডি। মঙ্গলবার এক বিবৃতিতে অর্পিতাদেবী বলেন, “আমাকে পুনরায় ডাকা হতে পারে এমন কোনও কথা ইডি জানায়নি। তবে তদন্তের প্রয়োজনে যদি পুনরায় আমার সহযোগিতার প্রয়োজন হয় আমি তা সাধ্যমতো পালন করব।”

নাট্যকর্মী অর্পিতার আরও দাবি, সারদার কোনও নথির সঙ্গে তাঁর নাম জড়িত রয়েছে কি না সে ব্যাপারে কোনও প্রশ্নই তাঁকে তদন্তকারীরা জিজ্ঞাসা করেননি। যে চ্যানেলটির মাথা হিসেবে তাঁকে বসানো হয়েছিল, তার প্রশাসনিক বা আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত কোনও মানুষের নামও তিনি ইডি-র কাছে বলেননি। ওই নাট্যকর্মীর দাবি, “এমন প্রশ্ন আমাকে করা হয়নি। আমার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও ইডি আমাকে কোনও প্রশ্ন করেনি।”

ইডি সূত্রের খবর, সংবাদমাধ্যমের কাজে কোনও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কেন অর্পিতাকে একটি চ্যানেলের মাথায় বসানো হয়েছিল সেই বিষয়টি ইডি পরিষ্কার করে বুঝতে চাইছে।

ইডি-র সন্দেহ, রাজনৈতিক চাপের মুখেই অর্পিতাকে নিতে বাধ্য হয়েছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। ইডি সূত্রে বলা হয়, সারদা-কাণ্ডে তাঁরা যাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন তাঁদের কয়েক জনের সঙ্গে অর্পিতার দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে। তার পরেই ইডি ঠিক করবে, ওই নাট্যকর্মীকে ফের তলব করার প্রয়োজন রয়েছে কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arpita ed sarada scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE