Advertisement
২৭ এপ্রিল ২০২৪

হোর্ডিংয়ে পুলিশের ছবি নিয়ে নালিশ

তৃণমূলের হোর্ডিংয়ে সাদা উর্দি পরা পুলিশের ছবি ব্যবহার করা নিয়ে বামেরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। ভোটের প্রচারে পুলিশের ছবি ব্যবহার করে শাসক দল নির্বাচন বিধি ভেঙেছে বলে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) সুনীল গুপ্তের কাছে অভিযোগ জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। পরে রবীনবাবু বলেন, “আলিপুর এলাকায় ভোটের প্রচারে সাদা উর্দি পরা পুলিশের ছবি দিয়ে হোর্ডিং লাগানো হয়েছে। আমরা সিইও-র কাছে অভিযোগ জানিয়েছি। উনি বিষয়টি তদন্ত করতে পাঠিয়েছেন বলে আমাদের জানিয়েছেন।”

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ০৩:৪৬
Share: Save:

তৃণমূলের হোর্ডিংয়ে সাদা উর্দি পরা পুলিশের ছবি ব্যবহার করা নিয়ে বামেরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। ভোটের প্রচারে পুলিশের ছবি ব্যবহার করে শাসক দল নির্বাচন বিধি ভেঙেছে বলে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) সুনীল গুপ্তের কাছে অভিযোগ জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। পরে রবীনবাবু বলেন, “আলিপুর এলাকায় ভোটের প্রচারে সাদা উর্দি পরা পুলিশের ছবি দিয়ে হোর্ডিং লাগানো হয়েছে। আমরা সিইও-র কাছে অভিযোগ জানিয়েছি। উনি বিষয়টি তদন্ত করতে পাঠিয়েছেন বলে আমাদের জানিয়েছেন।”

রবীনবাবু ছাড়াও বিজেপি এবং কংগ্রেস নেতারাও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। বিজেপি নেতা ও দক্ষিণ কলকাতার প্রার্থী তথাগত রায়ও কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। দক্ষিণ কলকাতার কংগ্রেস প্রার্থী মালা রায়ের অভিযোগ, “আমরা তো অভিযোগ করেছি। কিন্তু কমিশনের নজরে কেন এত বড় একটা বেআইনি কাজ পড়ল না?” কী আছে ওই হোর্ডিংয়ে? একজন সাধারণ মানুষের কাঁধে হাত রেখেছেন সাদা উর্দি পরা এক পুলিশ কর্মী। দু’জনেই হাসছেন। তাঁদের ছবির উপরে লেখা-আমাদের আইন-শৃঙ্খলার মাপকাঠি। মানুষের মুখে হাসি। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বিরোধীদের অভিযোগকে অবশ্য কোনও গুরুত্ব দেননি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, “এতে অন্যায়ের কী আছে? বাচ্চারা সেনাবাহিনী বা পুলিশের উর্দি পরে না? আসলে সিপিএমের কোনও কাজ নেই বলে ওরা এ সব নিয়ে মাথা ঘামাচ্ছে। আমরা মনে করি পুলিশ মানুষের বন্ধু।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hoarding tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE