Advertisement
০২ জুন ২০২৪

ভোট প্রচারের শুরুতেই বিতর্ক দেবশ্রীকে ঘিরে

প্রার্থী হিসাবে নাম ঘোষণার আগে থেকেই বিতর্ক সঙ্গী হয়েছে তাঁর। প্রচারের শুরুতেও তা পিছু ছাড়ল না রায়দিঘির তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়ের।

রায়দিঘির এক গ্রামের মন্দিরে দেবশ্রী রায়। ছবি: দিলীপ নস্কর।

রায়দিঘির এক গ্রামের মন্দিরে দেবশ্রী রায়। ছবি: দিলীপ নস্কর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০৩:১৬
Share: Save:

প্রার্থী হিসাবে নাম ঘোষণার আগে থেকেই বিতর্ক সঙ্গী হয়েছে তাঁর। প্রচারের শুরুতেও তা পিছু ছাড়ল না রায়দিঘির তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়ের।

শনিবার দুপুরে ঢোলাহাটের আমিরপুরে এক অনুষ্ঠানে হাজির ছিলেন দেবশ্রী। তিনি মঞ্চে ওঠার আগে বক্তৃতা করেন মথুরাপুর ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা আব্দুল সালাম শাহ। এক মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে ঢোলাহাট থানায় এফআইআর হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশের খাতায় ‘ফেরার’ নেতা কিছু দিন আগে ঢোলাহাটে দেবশ্রীর কর্মিসভায় একই মঞ্চে হাজির থেকে বিতর্ক বাড়ান।

দেবশ্রী এর আগে সালাম প্রসঙ্গে বলেছিলেন, ‘‘যতক্ষণ না দোষ প্রমাণ হচ্ছে, ততক্ষণ তিনি থাকতেই পারেন।’’ এ দিন বক্তৃতা শেষ করে মঞ্চ থেকে নামার পরে বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি। সালামের সঙ্গেও ফোনে যোগাযোগ করা যায়নি। ফোন বেজে গিয়েছে পুলিশ সুপার সুনীল চৌধুরী ও জেলাশাসক পিবি সালিমেরও।

সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘দলের তরফে সব তথ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে।’’ দলের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূল দলটা বিধায়ক-সাংসদরা নন, এ রকম সমাজবিরোধী, ধর্ষক এবং প্রতারকেরাই চালায়।’’

দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘ঘটনা একটা ঘটেছিল, তার সত্য মিথ্যা এখন প্রশাসনের কাছে বিচার্য। তবে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কী ভাবে একজনকে দোষী বলা যায়!’’

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নেতাকে প্রার্থীর মঞ্চে দেখা যাওয়ায় ক্ষুব্ধ দলের নিচুতলার নেতা-কর্মীরাও। এমনিতেই দেবশ্রীকে ফের প্রার্থী করা নিয়ে তাঁদের আপত্তি ছিল। এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা বলেন, ‘‘দেবশ্রী রায় দলের একটি অংশকে অন্যায় করতে মদত দিচ্ছেন।’’

জনসংযোগের অভাব নিয়ে দলের স্থানীয় নেতৃত্বের একাংশের বরাবরের অভিযোগ দেবশ্রীকে নিয়ে। দলের অভিনেত্রী প্রার্থী এ দিন বলেন, ‘‘আমি রাজনীতি জগতের লোক নই। দিদি (মুখ্যমন্ত্রী) আমাকে দায়িত্ব দিয়েছেন। এলাকার ব্যাপারটা ভাল করে বুঝতে পারিনি। এতে সময় লেগেছে। তবে আশা করি এ বার আর সমস্যা হবে না।’’ এ দিন নিজের বিধানসভা এলাকায় কয়েকটি ছোট সভা করেছেন দেবশ্রী। সেখানেই এক জায়গায় বলেন, ‘‘নিন্দুকদের কথায় কান দেবেন না। দূরবীন দিয়ে দেখতে হয়, এমন কয়েকজন এ সব করছে।’’

রায়দিঘির খাড়ি পঞ্চায়েতের বাহিরকাঞ্চিল গ্রামে প্রথম প্রচার শুরুর আগে গ্রামের একটি প্রাচীন মন্দিরে পুজোও দেন দেবশ্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE