Advertisement
১৯ এপ্রিল ২০২৪
West Bengal News

তৃণমূলের ঘর ভেঙে নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী মঞ্জু বসু

নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু এ বার সেই কেন্দ্রে বিজেপি-র হয়ে লড়ছেন। নয়াদিল্লি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রবিবার এ কথা জানাল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

১০ বছর নোয়াপাড়ার বিধায়ক ছিলেন যে মঞ্জু বসু, তৃণমূল থেকে তাঁকে ভাঙিয়ে এনে উপনির্বাচনে লড়াই দেওয়ার চেষ্টায় বিজেপি। —প্রতীকী ছবি / সংগৃহীত।

১০ বছর নোয়াপাড়ার বিধায়ক ছিলেন যে মঞ্জু বসু, তৃণমূল থেকে তাঁকে ভাঙিয়ে এনে উপনির্বাচনে লড়াই দেওয়ার চেষ্টায় বিজেপি। —প্রতীকী ছবি / সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ১৭:২১
Share: Save:

নোয়াপাড়া উপনির্বাচনে লড়াই জমিয়ে দিল বিজেপি। শাসক দলের ঘর ভেঙে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির।

নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু এ বার সেই কেন্দ্রে বিজেপি-র হয়ে লড়ছেন। নয়াদিল্লি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রবিবার এ কথা জানাল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

স্বামী বিকাশ বসু খুন হওয়ার পর প্রথম বার বিধানসভা নির্বাচনে জিতেছিলেন মঞ্জু। বিকাশ বসু তৃণমূল কাউন্সিলর ছিলেন। তাঁর মৃত্যুর পরে ২০০১ সালের বিধানসভা নির্বাচনে মঞ্জু বসুকে নোয়াপাড়ায় প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে নির্বাচনে মঞ্জু জিতেছিলেন। কিন্তু ২০০৬ সালে তিনি হেরে যান। পরে ২০১১ সালে মঞ্জু বসু ফের তৃণমূলের টিকিটে জয়ী হন নোয়াপাড়া থেকে। কিন্তু ২০১৬ সালে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মধুসূদন ঘোষের কাছে তিনি এক হাজারের কিছু বেশি ভোটে হেরে যান।

আরও পড়ুন: বাংলা অ্যাকাডেমির পদ ছাড়ছেন শাঁওলি মিত্র

মধুসূদন ঘোষের প্রয়াণে উপনির্বাচন হচ্ছে নোয়াপাড়ায়। এলাকার ১০ বছরের বিধায়ক মঞ্জুর আশা ছিল, দল এ বারেও তাঁকেই টিকিট দেবে। কিন্তু ভাটপাড়ার তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিংহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুনীল সিংহ এ বার সেখানে শাসক দলের টিকিট পেয়েছেন।

আরও পড়ুন: অনুব্রতর ‘দুর্নীতি’, ফাঁস মুকুলের

টিকিট না পেয়ে মঞ্জু বসু যে দলের উপরে ক্ষুব্ধ, সে নিয়ে জল্পনা ছিলই। তিনি বিজেপি-তে যোগ দিতে পারেন বলেও শোনা যাচ্ছিল। মুকুল রায়-সহ বেশ কয়েক জন বিজেপি নেতা সম্প্রতি তাঁর বাড়ি তাঁর সঙ্গে দেখা করার পর থেকে আরও বেড়েছিল সে জল্পনা। রবিবার বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান জগৎপ্রকাশ নাড্ডা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিলেন, নোয়াপাড়া কেন্দ্রে মঞ্জু বসুকেই প্রার্থী করছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE