Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, বলছেন শামি-স্ত্রী

সূত্রের খবর, বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমারের নেতৃত্বে তদন্ত ও জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হলেও দুবাইয়ের হোটেলের ফুটেজ এখনও হাতে আসেনি তাদের।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০৪:৩৭
Share: Save:

শোনা গিয়েছিল, মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে জমা পড়তে পারে মহম্মদ শামি-কে নিয়ে বোর্ডের দুর্নীতি দমন শাখার রিপোর্ট। কিন্তু তা এ দিন জমা পড়ল না।সূত্রের খবর, বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমারের নেতৃত্বে তদন্ত ও জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হলেও দুবাইয়ের হোটেলের ফুটেজ এখনও হাতে আসেনি তাদের।

তাই এ দিন বোর্ডের কাছে রিপোর্ট পেশ করা হয়নি। আশা করা যাচ্ছে, আগামী দু’একদিনের মধ্যে তা জমা পড়তে পারে।

এরই মাঝে, এ দিন স্ত্রী হাসিন জাহানের উদ্দেশে নতুন ‘বাউন্সার’ ছুড়লেন এই ভারতীয় পেসার। বন্ধ করে দিলেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পথ। যার জেরে, মেয়ে আইরা-কে স্কুলে ভর্তি ও সংসার চালানো সমস্যা হবে বলে অভিযোগ হাসিনের।

ঘটনার সূত্রপাত, এ দিন দুপুরে। ল্যান্সডাউনে একটি বেসরকারি ব্যাঙ্কে শামির দিয়ে যাওয়া একটি চেক জমা করে এক লক্ষ টাকা তুলতে গিয়েছিলেন হাসিন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন সংশ্লিষ্ট অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরে ব্যাঙ্কের মধ্যেই মানসিক ভাবে কার্যত ভেঙে পড়েন হাসিন। সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্মীদের কাছ থেকে জানতে পারেন, ওই অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা দেওয়া বন্ধ করতে বলা হয়েছে।

এর পরে ব্যাঙ্ক থেকেই তাঁর আইনজীবী জাকির হুসেন-এর সঙ্গে কথা বলেন হাসিন। খবর পেয়ে হাসিনের কাছে ছুটে যায় প্রচারমাধ্যমও। পরে আনন্দবাজার-কে তিনি ফোনে বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে দু’টি চেক আমাকে দিয়ে গিয়েছিল শামি। তার মধ্যে একটি ছিল বিএমডব্লিউ গাড়ির বকেয়া মেটানোর জন্য। অন্যটি, মেয়ে আইরা-কে স্কুলে ভর্তি করা ও সংসার চালানোর জন্য। কিন্তু এ দিন ব্যাঙ্কে টাকা তুলতে এসে দেখলাম এই অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে শামি।’’

এর পরেই শামির বিরুদ্ধে স্ত্রী ও কন্যাকে অবহেলার অভিযোগ ফের তুলে এনে হাসিন বলেন, ‘‘ফের প্রমাণ হল, শামি এত দিন আমাদের কন্যা আইরা-র ছবি টুইট করে সমঝোতার নাটক করছিল। তা হলে মেয়ের স্কুলে ভর্তি হতে সমস্যা হবে— এমন রাস্তা ও নিত না। আইনজীবীকে বিস্তারিত জানিয়েছি প্রমাণ-সহ।’’

রাতে হাসিনের আইনজীবী বললেন, ‘‘এতে প্রমাণ হল শামি সংসারে স্ত্রী ও কন্যার উপর দায়-দায়িত্ব পালন করেন না। আমরা এ ব্যাপারে আলাদা মামলা দায়ের করছি।’’ এ দিকে, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, সেই ভারতীয় পেসার মহম্মদ শামির কোনও প্রতিক্রিয়া এ দিন পাওয়া যায়নি। এরই মাঝে, মঙ্গলবার রাতে হাসিন জাহানের সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের অ্যাকাউন্ট থেকে ফের শামির কিছু ছবি ও চ্যাট পোস্ট হয়েছে। যেখানে এ বার আকাঙ্খা নামে এক মহিলার নাম উঠে এসেছে। আর তার পরেই কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে দু’পক্ষে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE