Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শামির ফোন-কলে শান্তিরই অনুরোধ

মঙ্গলবার সন্ধেয় শামির স্ত্রী সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, শামি তাঁকে হুমকি দিচ্ছেন।

প্রতিবাদী: আইনজীবীর দফতরে হাসিন। বুধবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

প্রতিবাদী: আইনজীবীর দফতরে হাসিন। বুধবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদাদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ০৩:১৯
Share: Save:

ভারতীয় পেসার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছেই।

মঙ্গলবার সন্ধেয় শামির স্ত্রী সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, শামি তাঁকে হুমকি দিচ্ছেন। স্ত্রীর সেই অভিযোগের চব্বিশ ঘণ্টার মধ্যেই, এ বার তাঁর ও হাসিনের সেই কথোপকথন প্রকাশ্য এল। যেখানে শোনা গিয়েছে, শামি হুমকি দিচ্ছেন না, ঠান্ডা মাথায় হাসিনকে তিনি অনুরোধ করছেন, আলোচনার টেবিলে বসে বিষয়টি মিটমাট করার জন্য।

বুধবার সকালে প্রচারমাধ্যমে প্রকাশিত সেই রেকর্ড করা ‘কল’-এ শামিকে বলতে শোনা যায়, ‘‘হাসিন তুমি কী চাও? তুমি কী ঠিক করলে? আমাদের পরিবারের কী হবে? আমরা তো দু’জনে মুখোমুখি বসেই ব্যাপারটা মিটিয়ে নিতে পারতাম।’’ জবাবে হাসিন বলেন, ‘‘পরিবারের কথা ভাবলে তুমি এ রকম করতে না। গোটা দেশের সামনে আমি যা অভিযোগ করেছি তা মেনে নিয়ে ক্ষমা চাও। তা হলেই সব ঠিক হতে পারে।’’ এর পরেই শোনা যায়, উত্তেজিত হাসিন বলছেন, ‘‘আমার অভিযোগগুলো কি ভুল? বড়দের সম্মান দেখিয়ে, বল তা এক বার...।’’ পরের মুহূর্তেই শামির উদ্দেশে কটু শব্দ প্রয়োগ করেন হাসিন। শামি যদিও তার পরেও মাথা শান্ত রেখেই বলেন, ‘‘আমি তো তোমাকে ভালবেসেই এই কথাগুলো বলছি। তুমি এ রকম জোর-জবরদস্তি করছ কেন? আমরা আলোচনায় বসলেই তো সব ঝামেলা শেষ হয়ে যেত। আমার উপর তোমার রাগ হতেই পারে। কিন্তু দাদা, বৌদি, মা-কে পর্যন্ত এর মধ্যে টেনে নিয়ে এলে কেন?’’ হাসিন ফের গলা চড়ালে শামি বলেন, ‘‘চিৎকার কোরো না। আমিও চিৎকার করতে পারি...।’’ এর পরেই কেটে যায় ফোন।

বিকেলে হাসিন তাঁর আইনজীবীর সঙ্গে সাংবাদিক সম্মেলন করে শামির এই রেকর্ড করা ফোন-কল সম্পর্কে বলেন, ‘‘আমার বদনাম করতে এটা শামির চালাকি। ওটা ছিল হোয়াটসঅ্যাপ কল। যা রেকর্ড করা যায় না। তার মানে সেই কল অন্য ফোনে রেকর্ড করে তা ও শোনাচ্ছে। উদ্দেশ্য, কিছু লোকের শেখানো মতো নজর অন্য দিকে ঘোরানো।’’

পাশাপাশি, এ দিন তাঁর অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ‘মহম্মদ ভাই’-কে নিয়েও মন্তব্য করেন হাসিন। বলেন, ‘‘ম্যাঞ্চেস্টারে থাকলেও মহম্মদ ভাই-এর বাড়ি গুজরাতের সুরাতে। সেখানে এসে এক বার ও ফোন করেছিল শামিকে। বিয়ের আগে শামির সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়ে ওর সঙ্গে আলাপ। লোকটা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ঘোরাফেরা, খাওয়াদাওয়া করে। উপহারও দেয় ক্রিকেটারদের।’’

মহম্মদ শামির দাদার বিরুদ্ধে ইতিমধ্যেই ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছেন হাসিন। তাই মেডিক্যাল পরীক্ষার জন্য পুলিশ বুধবার দুপুরে হাসিনকে নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে যায়। গোয়েন্দাপ্রধান প্রবীণ ত্রিপাঠী বলেন, ‘‘হাসিনের মেডিক্যাল পরীক্ষা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ।’’ পাশাপাশি, যে মোবাইল ফোন ঘিরে এই বিতর্ক, তা পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য। মোবাইল ফোনটি যেহেতু শামির গাড়়ির আসনের নীচ থেকে উদ্ধার করা হয়েছিল, তাই তদন্তের স্বার্থে ওই গা়ড়িটিরও ফরেন্সিক পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছেন
গোয়েন্দা প্রধান।

হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতন, আঘাত, খুনের চেষ্টা, ধর্ষণ, হুমকি, বিষ প্রয়োগ এবং একই উদ্দেশ্যে সমবেত হয়ে কাজ করার ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hasin Jahan Mohammad Shami হাসিন Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE