Advertisement
০৩ মে ২০২৪

মেয়ের হাত ধরে শামির কাছে যেতে চান হাসিন

নেপথ্যে একটি গাড়ি দুর্ঘটনা। আর ভাগ্যের জোরে সেই দুর্ঘটনায় বড়সড় আঘাত থেকে রক্ষা পেয়েছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। সেই ঘটনার জেরেই শেষ পর্যন্ত শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের দূরত্ব কমার ইঙ্গিত মিলছে।

হাসিন জাহান। ছবি: পিটিআই।

হাসিন জাহান। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০৩:১৪
Share: Save:

নেপথ্যে একটি গাড়ি দুর্ঘটনা। আর ভাগ্যের জোরে সেই দুর্ঘটনায় বড়সড় আঘাত থেকে রক্ষা পেয়েছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। সেই ঘটনার জেরেই শেষ পর্যন্ত শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের দূরত্ব কমার ইঙ্গিত মিলছে।

সোমবার দুপুরেই কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে গিয়ে পুলিশের কাছে হাসিন জানিয়ে এলেন, শামি-র গাড়ি দুর্ঘটনার পরে বাড়িতে মেয়ে কান্নাকাটি করছে। স্বামীর গাড়ি-দুর্ঘটনার খবর শোনার পরে তাঁর নিজেরও মানসিক অবস্থা ভাল নয়। এই পরিস্থিতিতে স্বামীর কাছে মেয়েকে নিয়ে যেতে চান তিনি। যদিও শামি এই মুহূর্তে কোথায় রয়েছেন, তা জানা না থাকায় কলকাতা থেকে কোথায় উড়ে যাবেন, তা এ দিন বিকেল পর্যন্ত ঠিক করতে পারেননি হাসিন।

রবিবার দেহরাদূন থেকে দিল্লি যাওয়ার পথে জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল মহম্মদ শামি-র গাড়ির। তার পরেই হাসিন বলেছিলেন, ‘‘শামি যন্ত্রণায় কষ্ট পেলে আমি কখনও ভাল থাকতে পারি না। দুর্ঘটনার খবর পেয়ে খুব উদ্বেগে রয়েছি।’’

সোমবার লালবাজার থেকে বেরোনোর পরে হাসিনকে ফোনে ধরা হলে তিনি বলেন, ‘‘আমাদের মেয়ে আইরা বাড়িতে খুব কান্নাকাটি করছে বাবার জন্য। শামির দুর্ঘটনার খবর পেয়ে ওকে ফোন করেছিলাম। কিন্তু তা বন্ধ ছিল। সোমবার মেয়ে বাবার কাছে যাওয়ার বায়না শুরু করে দেয়। আমার মনের অবস্থাও ভাল নেই। তাই পুলিশকে জানিয়েছি, মেয়েকে নিয়ে শামির এই দুঃসময়ে ওর কাছে যেতে চাই।’’ যদিও এর সঙ্গে হাসিন জুড়ে দেন, ‘‘সোমবারও শামিকে ফোন করেছিলাম। কিন্তু ও ধরেনি। ওর গ্রামের বাড়ির প্রতিবেশী ও গ্রাম প্রধানকেও ফোন করেছিলাম। কেউ কেউ যেতে না করল। কেউ কেউ আবার বলতেই চাইল না, এই মুহূর্তে শামি কোথায় রয়েছে। ফলে এখনও ঠিক করিনি—দিল্লি না দেহরাদূন কোথায় যাব মেয়েকে নিয়ে! শামি কোথায় রয়েছে জানতে পারলেই বেরিয়ে পড়ব মেয়েকে নিয়ে।’’

আরও পড়ুন: দুর্ঘটনার পরে শামিকে ফোন, উদ্বেগে হাসিন

জানা গিয়েছে, রবিবার দেহরাদূন-এ বিশ্রাম নেওয়ার পরে সোমবার দুপুরেও সেখানেই ছিলেন শামি। কিন্তু সোমবার রাতে তিনি দিল্লি ফিরবেন বলে খবর। যদিও এ ব্যাপারে মহম্মদ শামির তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

ইতিমধ্যেই কলকাতা ছাড়ার জন্য ওপেন টিকিট হাতে চলে এসেছে হাসিনের। ফলে যে কোনও দিন যে কোনও সময় শামি-র সঙ্গে দেখা করতে কলকাতা ছাড়তে পারেন শামি-পত্নী।

এ দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজের পরিস্থিতি জানানোর পরে গত শনিবার হাসিনের সঙ্গে সর্বক্ষণের একজন রক্ষী দিয়েছিল রাজ্য সরকার। শামির সঙ্গে তাঁর স্ত্রী দেখা করতে গেলে রাজ্য সরকারের তরফে দেওয়া হাসিনের দেহরক্ষী কলকাতা থেকেই উড়ে যাবে, না কি দিল্লি পুলিশ হাসিনের নিরাপত্তার ব্যবস্থা করবে, সে ব্যাপারে চূড়ান্ত কিছু জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE