Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State News

উচ্চ মাধ্যমিকে জেলার জয়জয়কার, প্রথম হুগলির অর্চিষ্মান পাণিগ্রাহী

সকাল সাড়ে ১০টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। ফল প্রকাশের পর ছাত্রদের উচ্ছ্বাস। ছবি: শশাঙ্ক মণ্ডল।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। ফল প্রকাশের পর ছাত্রদের উচ্ছ্বাস। ছবি: শশাঙ্ক মণ্ডল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ০৮:৪৮
Share: Save:

মঙ্গলবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০১৭-র ফলাফল।পরীক্ষা শেষ হওয়ার ৬১ দিনের মাথায় প্রকাশিত হল ফল। সকাল ১০টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সাড়ে ১০টা থেকেই ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে জানা যাচ্ছে পরীক্ষার ফল। মোট ৫৮ টি বিষয়ের উপর হয়েছিল পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৬ হাজার ৬২০ জন। পাশ করেছে ৬ লক্ষ ২২ হাজার ৪৩৫ জন।অর্থাৎ পাশের ৮৪.২০%। গতবারের তুলনায় পাশের হার বেড়েছে ০.৫৫%।

প্রথম: অর্চিষ্মান পাণিগ্রাহী ( হুগলি কলেজিয়েট স্কুল)। প্রাপ্ত নম্বর-৪৯৬।

দ্বিতীয়: মায়াঙ্ক চট্টোপাধ্যায় (মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি)। উপমন্যু চক্রবর্তী (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দ: ২৪ গরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৯২।

তৃতীয়: শুভম সিংহ (আরামবাগ হাই স্কুল, হুগলি)। সুরজিৎ লোহার (বাঁকুড়া জেলা স্কুল)। প্রাপ্ত নম্বর- ৪৮৯।

চতুর্থ: চিন্ময় অধিকারী (ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল, জলপাইগুড়ি)। আদর্শ অগ্রবাল, (শ্রী জৈন বিদ্যালয়, কলকাতা)। প্রাপ্ত নম্বর- ৪৮৬।

প্রথম স্থানাধিকারী অর্চিষ্মান পাণিগ্রাহী। ছবি: তাপস ঘোষ।

পঞ্চম: হিরণ্ময় রায় (ময়নাগুড়ি হাই স্কুল, জলপাইগুড়ি)। শমীক দত্ত (ঊষাগ্রাম বয়েজ হাই স্কুল, বর্ধমান)। রোহিত কুমার (আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুল, বর্ধমান)। শুভদীপ সিংহ মহাপাত্র (বাঁকুড়া জেলা স্কুল)। প্রাপ্ত নম্বর- ৪৮৫।

ষষ্ঠ: মঞ্জিষ্ঠা সাহা (বিদ্যা ভারতী গার্লস হাই স্কুল, কলকাতা)। ধ্রুবজ্যোতি সেন (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দ: ২৪ পরগনা)। নম্বর- ৪৮৪।

সপ্তম: সুজয় মল্লিক (ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল, জলপাইগুড়ি)। রণদীপ কুমার মাহাতো (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উ: দিনাজপুর)। রৌণক চক্রবর্তী (গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইন্সটিটিউশন, মুর্শিদাবাদ)। অরণ্য দত্ত (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দ: ২৪ পরগনা)। স্বয়ংপ্রভ শ (ডায়মন্ড হারবার হাই স্কুল, দ: ২৪ পরগনা)। সুপ্রকাশ পাল (দমদম কিশোর ভারতী হাই স্কুল, উ: ২৪ পরগনা)। ঋত্বিক বিশ্বাস (মধ্যমগ্রাম হাই স্কুল, উ: ২৪ গরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৮৩।

যুগ্ম দ্বিতীয় মায়াঙ্ক চট্টোপাধ্যায় ও উপমন্যু চক্রবর্তী। ছবি: প্রকাশ পাল ও শশাঙ্ক মণ্ডল।

অষ্টম: দেবাশীস সাহা (তুফানগঞ্জ এনএনএম হাই স্কুল, কোচবিহার)। কৌশিক দাস (কোচবিহার রামভোলা হাই স্কুল)। আরাধ্য পাণ্ডে (পুরুলিয়া জেলা স্কুল)। নৌরিন হোসেন (কাঁথি হিন্দু গার্লস হাই স্কুল, পূর্ব মেদিনীপুর)। বৈদুর্য্য নায়ক (তমলুক হ্যামিলটন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর)। অর্চিষ্মান ভট্টাচার্য (তমলুক হ্যামিলটন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর)। সৌম্যদীপ মণ্ডল (রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর)। সুপ্রতীম কুণ্ডু (সেন্ট লরেন্স হাই স্কুল, কলকাতা)। ঋত মুখোপাধ্যায় (নব নালন্দা হাই স্কুল, কলকাতা)। অলিপ্রিয়া দাস, টাকি হাউজ গভ: স্পনসরড মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, কলকাতা)। সায়ন মল্লিক (রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উ: ২৪ পরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৮২।

দেখুন কী বললেন উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় উপমন্যু চক্রবর্তী

নবম: অভীক সরকার (জেনকিন্স স্কুল, কোচবিহার)। দেবমাল্য সরকার (জেনকিন্স স্কুল, কোচবিহার)। শুভদীপ রায় (জেনকিন্স স্কুল, কোচবিহার)। ঋদ্ধিমান সাহা (জেনকিন্স স্কুল, কোচবিহার)। অনন্যা নেমো (বেঙ্গাই হাই স্কুল, হুগলি)। দিব্যদীপ চট্টোপাধ্যায় (উত্তরপাড়া গভ: হাই স্কুল, হুগলি)। পিনাকী চট্টোপাধ্যায় (কেঁদুয়াডিহি হাই স্কুল, বাঁকুড়া)। শুভজিৎ মণ্ডল (বাঁকুড়া জেলা স্কুল)। দেবজ্যোতি গঙ্গোপাধ্যায় (বাঁকুড়া জেলা স্কুল)।

আরও পড়ুন: হাতছাড়া স্বপ্নকে মুঠোবন্দি করলেন অর্চিষ্মান

অঙ্কিতা শীট (বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল)। সায়ন্তী কুণ্ডু (সোনামুখী বি জে হাই স্কুল, বাঁকুড়া)। মানবেন্দ্র দাস (নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল, কলকাতা)। আস্থা তুলসিয়ান ( বিদ্যা ভারতী গার্লস হাই স্কুল, কলকাতা)। ত্বিশা চট্টোপাধ্যায় (বেলুড় হাই স্কুল, হাওড়া)। প্রাপ্ত নম্বর- ৪৮১।

যুগ্ম তৃতীয় শুভম সিংহ এবং সুরজিৎ লোহার। ছবি: অভিজিৎ সিংহ।

দশম: কাজী দিলরুবা খানুম (মুরলীগঞ্জ হাই স্কুল, দার্জিলিং)। কুশল মোদক (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উ: দিনাজপুর)। জয়শ্রী নন্দী (রাজাগ্রাম এস বি রাহা ইনস্টিটিউশন, বাঁকুড়া)। সৌরিশ বন্দ্যোপাধ্যায় (বীরভূম জেলা স্কুল)। বৈষ্ণা বিশ্বাস (সাউথ পয়েন্ট হাই স্কুল, কলকাতা)। কুহু ঘোষ (টাকি হাউজ মাল্টি পারপাস গার্লস হাই স্কুল, কলকাতা)। ইমন বর্মন (হাওড়া জেলা স্কুল)। সৌমিক দাস (রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উ: ২৪ পরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৮০।

১৫টি জেলায় ছেলেদের তুলনয়া মেয়েদের পাশের হার বেশি। যার মধ্যে রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উ: দিনাজপুর, দ: দিনাজপুর, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উ: ২৪ পরগনা, দ: ২৪ পরগনা।

পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার সবচেয়ে বেশি।

ছাত্রদের পাশের হার ৮৫.১৫%

ছাত্রীদের পাশের হার ৮৩.২৬%

প্রথম বিভাগে পাশ করেছে ৪২%

যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে ফল জানা যাবে-

wbresults.nic.in

wbchse.nic.in

examresults.net/wb

www.jagranjosh.com

এ ছাড়াও এসএমএস-এর মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

WB12 <SPACE> Roll number টাইপ করে পাঠিয়ে দিতে হবে 54242/58888/5676750/56263 নম্বরে।

ভিডিও: শশাঙ্ক মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE