Advertisement
০৪ মে ২০২৪

জোট করুন, সুস্থ থাকুন, মোটা হন, বিরোধীদের তীব্র কটাক্ষ মমতার

বাম-কংগ্রেস জোট জল্পনা নিয়ে বিধানসভাতেই বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বক্তৃতার উপর জবাবি ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুক্রবার বার বার বাম-কংগ্রেসের যৌথ বাধার মুখে পড়েন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫০
Share: Save:

বাম-কংগ্রেস জোট জল্পনা নিয়ে বিধানসভাতেই বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বক্তৃতার উপর জবাবি ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুক্রবার বার বার বাম-কংগ্রেসের যৌথ বাধার মুখে পড়েন। তাতেই বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘‘আপনারা ভাল করে জোট করুন, সুস্থ থাকুন, আরও মোটা হন। আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি।’’

কংগ্রেস আর বামেদের মধ্যে নির্বাচনী জোট এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। কিন্তু রাজ্যের বিভিন্ন অংশে বাম-কংগ্রেস যৌথ মিছিল, যৌথ সমাবেশ এমন কী যৌথ দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। বিধানসভার ভিতরেও শুক্রবার বাম-কংগ্রেস বোঝাপড়ার ছবি বার বার স্পষ্ট হয়েছে। রাজ্যপালের বক্তৃতার উপর মুখ্যমন্ত্রী শুক্রবার যখন জবাবি ভাষণ দিচ্ছিলেন, তখন বিভিন্ন প্রসঙ্গে বার বার বামফ্রন্ট ও কংগ্রেসের বিধায়করা এক সঙ্গে সরব হন। গত পাঁচ বছরে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করে তার সমর্থনে নানা পরিসংখ্যান দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস এবং বাম বিধায়করা একযোগে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের বিরোধিতা শুরু করতেই, বিরোধীদের দিকে তিনি তীব্র কটাক্ষ ছুড়ে দেন। সিপিএম-কংগ্রেসের ফ্লোর কোঅর্ডিনেশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘কংগ্রেস-সিপিএম জোট করছে। আমি চাইছি আনুষ্ঠানিকভাবে জোটটা হোক। আমরা খুশি হব। আপনারা ঘোঁট করুন। আমরা মানুষের জোটে আছি। বিচার তো মানুষ করবেন। তাই মানুষের রায়ে আমরাই আবার আসছি।’’

আরও পড়ুন:

বাম-কংগ্রেসকে বিঁধে দিদিকে স্বস্তি জেটলির

ভোটের চমক? বিল না এনেই ডানলপ-জেসপ অধিগ্রহণের ঘোষণা মমতার

শুধু কটাক্ষ অবশ্য নয়। বক্তব্যে বাধা পেয়ে মেজাজ হারাতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। বামেদের উদ্দেশে তিনি বলেন, ‘‘লজ্জা করে না আপনাদের। ৩৪ বছর কিছুই করেননি। চুপ করে থাকুন।’’ আর কংগ্রেস বিধায়কদের মনে করিয়ে দেন বাম আমলে রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মীদের উপর হওয়া অত্যাচারের কথা।

এতেই অবশ্য থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তৃতার শেষ পর্বে পৌঁছে ফের টেনে আনেন জোট প্রসঙ্গ। আরও ঝাঁঝালো কটাক্ষ করে বলেন, ‘‘আমি চাইছি আপনারা জোট করুন। আপনাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আপনারা ভাল থাকুন। সুস্থ থাকুন। আরও মোটা হন। আপনারা চুপ করে গেলে আমরাও ঘুমিয়ে পড়ি। আপনারা মাঝে মাঝে রাগালে আমরা জেগে উঠি।’’ এ ভাবেই শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, রাজ্যে বিরোধীরা এখন প্রায় অস্তিত্বহীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE