Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State News

মোর্চার সঙ্গে জঙ্গি যোগের প্রমাণ রয়েছে: মুখ্যমন্ত্রী

পাহাড়ের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ১৪:৩৬
Share: Save:

পাহাড়ের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

• এই মাত্র খবর পেলাম কিরণ তামাঙ্গ গুরুতর জখম, কিন্তু মারা যাননি। আমার কাছে মারা যাওয়ার কোনও খবরও নেই।

• গণতন্ত্রে শান্তির কথা হয়। কথা বলতে আমাদের সমস্যা নেই। কিন্তু গণ্ডগোল ও গণতন্ত্র দুটো এক সঙ্গে চলতে পারে না।

• গোর্খাল্যান্ডের দাবির কথা আমাদের কিছু জানা নেই।

এমন অবস্থার জন্য পাহাড় পর্যটক হারাচ্ছে। পর্যটক না হলে খাবে কী?

• নেপালি ভাষায় পড়ানো নিয়ে ভুল বোঝানো হয়েছে।

• শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে, সবাই কাজ করছে।

অন্তরাল থেকে আক্রমণ চলছে বিদেশি মদতে।

• রাজনৈতিক দল গণতন্ত্র রক্ষা করে, এ ভাবে নষ্ট করে না।

অশান্তি যাঁরা করছে, পাহাড়ে তাঁদের ঠাঁই নেই।

• পাহাড়ে বেআইনি অস্ত্র, অবৈধ অস্ত্র মজুত রয়েছে।

পুলিশ গুলি চালায়নি, চালিয়েছে মোর্চা।

এমন আন্দোলন যত হবে আওয়াজ উঠবে— বিমল হঠাও, পাহাড় বাঁচাও।

• পাহাড় উন্নতি চায়, শান্তি চায়। এ ধরনের আন্দোলনের সঙ্গে পাহাড় নেই।

• আগামী ২২ জুন সর্বদলীয় বৈঠক।

মোর্চার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে।

• জঙ্গি ছাড়া কোনও রাজনৈতিক নেতা এমন কাজ করেন না।

আমরা পাহাড়ে শান্তি চাই।

• পাহাড়ে এমন করলে ফল ভাল হবে না।

• ষড়যন্ত্র বন্ধ করতে হবে, ওঁরা মিথ্যা কথা বলছে।

• দুঃখের ব্যাপার আজ আমাদের এক এসিপি মারা গিয়েছেন। তিনিও পাহাড়ের মানুষ ছিলেন।

• আমরা জিটিএ করে দিয়েছি। পাঁচ বছর ক্ষমতা ভোগ করেছে। ভোট আসতেই গণ্ডগোল শুরু করল।

জল বন্ধ, রেশন বন্ধ। এ বার তো লোকে না খেতে পেয়ে মরবে।

আজ এটা জাতীয় ইস্যু হয়ে গিয়েছে।

• পর্যটকরা হোটেলে বন্দি।

• জাতীয় পতাকা নিয়ে গুন্ডামি করেছে।

• হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে।

• অনেক সাংবাদিককে অপহরণ করা হয়েছে।

• কোর্টের নির্দেশ অমান্য করেছে।

পাহাড়ে যা হচ্ছে তা ষড়যন্ত্র।

• অনেক দিন ধরে এখানে অস্ত্র মজুত হচ্ছিল।

• যৌথ ভাবে সবাই কাজ করছে, শান্তি উন্নয়নের জন্য কাজ করছে। এটা গর্বের বিষয়।

• শান্তি প্রতিষ্ঠার জন্য বোর্ড কাজ করছে।

• পাহাড়ে শান্তি উন্নয়নের স্বার্থে আমাদের যে বোর্ডগুলো রয়েছে তাদের নিয়ে বসেছিলাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE