Advertisement
০৪ মে ২০২৪

কমিশনে এসে সুর বদলাল সুদীপ্তের

সুর পাল্টে গেল বেমালুম! যাদের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন, তাদেরই সামনে দাঁড়িয়ে অভিযোগের কথা অস্বীকার করলেন সারদা-কর্ণধার সুদীপ্ত সেন। সারদা-কেলেঙ্কারি নিয়ে রাজ্য সরকারের গঠিত শ্যামল সেন কমিশন তাঁর বক্তব্য শুনতে চাইছে না বলে সুদীপ্ত সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। “আমার অনেক কিছু বলার আছে। কিন্তু কমিশন শুনতে চাইছে না।” সিউড়ি আদালত চত্বরে দাঁড়িয়ে আক্ষেপ করেছিলেন সারদা-কর্ণধার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩৫
Share: Save:

সুর পাল্টে গেল বেমালুম! যাদের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন, তাদেরই সামনে দাঁড়িয়ে অভিযোগের কথা অস্বীকার করলেন সারদা-কর্ণধার সুদীপ্ত সেন।

সারদা-কেলেঙ্কারি নিয়ে রাজ্য সরকারের গঠিত শ্যামল সেন কমিশন তাঁর বক্তব্য শুনতে চাইছে না বলে সুদীপ্ত সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। “আমার অনেক কিছু বলার আছে। কিন্তু কমিশন শুনতে চাইছে না।” সিউড়ি আদালত চত্বরে দাঁড়িয়ে আক্ষেপ করেছিলেন সারদা-কর্ণধার। শুনে বিস্মিত হন কমিশনের চেয়ারম্যান শ্যামলবাবু। প্রাক্তন বিচারপতির প্রতিক্রিয়া ছিল, “কমিশনে যে দিন সুদীপ্ত হাজির হবেন, সে দিনই তাঁর কাছে জানতে চাওয়া হবে, কেন তিনি এমন কথা বললেন।”

সে সুযোগ মিলল মঙ্গলবার। এ দিন কমিশন সুদীপ্তকে ডেকে পাঠিয়েছিল। এবং সিউড়িতে তিনি যা বলেছেন, এ দিন কমিশনের সামনে দাঁড়িয়ে তা অস্বীকারই করেছেন সুদীপ্ত। চেয়্যারম্যান-সহ কমিশনের সদস্যেরা এ দিন তাঁর কাছে জানতে চেয়েছিলেন, এমন কী কথা তিনি বলতে ইচ্ছুক, যা কমিশন তাঁকে বলার সুযোগ দেয়নি? উত্তরে সুদীপ্ত দাবি করেন, সিউড়িতে তিনি কমিশন সম্পর্কে এমন কোনও ক্ষোভ প্রকাশ করেননি। “কাগজে তো অনেক কিছু লেখা হয়! সে সব আমার বক্তব্য হিসেবে ধরা ঠিক নয়।” ব্যাখ্যা দেন সারদা-কর্তা। যদিও বৈদ্যুতিন মাধ্যমেও তাঁর ওই বক্তব্যের ভিডিও দেখানো হয়েছে।

পাশাপাশি এ দিন সুদীপ্তকে প্রশ্ন করা হয়েছিল, সিবিআইয়ের কাছে তিনি দেবব্রত সরকার (নিতু), সন্ধির অগ্রবাল-সহ একাধিক ব্যক্তির নাম করে থাকলে কমিশনকে কেন বলছেন না? সুদীপ্ত উত্তর দেননি। তবে কমিশনের জেরার মুখে তিনি জানিয়েছেন, শিলিগুড়ির লিঙ্কন স্কুল বা ফালাকাটার জমির মতো সারদার বেশ কয়েকটি সম্পত্তি এখনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেনি। শ্যামল সেন কমিশন সে সব বিক্রি করে আমানতকারীদের পাওনা মিটিয়ে দিতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE