Advertisement
০৩ মে ২০২৪
West Bengal

টেটের ফল প্রকাশ, প্রশিক্ষিতদের আগে নিয়োগের নির্দেশ

আর কিছু ক্ষণের মধ্যেই টেটের ফল প্রকাশিত হতে চলেছে। কারণ, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা চলছিল বুধবার তার নিষ্পত্তি হল। নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রাথমিকের হাজার হাজার শূন্য পদ দ্রুত পূরণ হওয়ার আশা জাগল হাইকোর্টের রায়ে। —ফাইল চিত্র।

প্রাথমিকের হাজার হাজার শূন্য পদ দ্রুত পূরণ হওয়ার আশা জাগল হাইকোর্টের রায়ে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৯
Share: Save:

আর কিছু ক্ষণের মধ্যেই টেটের ফল প্রকাশিত হতে চলেছে। কারণ, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা চলছিল বুধবার তার নিষ্পত্তি হল। নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশ আসার পরেই প্রাথমিক শিক্ষা সংসদকে টেটের ফল অবিলম্বে প্রকাশ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সংসদ আর কিছু ক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করতে চলেছে।

শুধুমাত্র প্রশিক্ষিত নিয়োগপ্রার্থীদেরই শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে দেওয়া হোক, তেমনই নির্দেশিকা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের। কিন্তু, পশ্চিমবঙ্গ সরকার শেষ বারের জন্য প্রশিক্ষণহীনদের পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি চেয়েছিল। প্রাথমিকে যত শিক্ষক পদ শূন্য, তার তুলনায় শিক্ষক শিক্ষণপ্রাপ্ত নিয়োগপ্রার্থীর সংখ্যা রাজ্যে কম বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল। কিন্তু, প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা কম বলে রাজ্য সরকার যে তথ্য দিয়েছিল, তা নিয়ে পরে সংশয় তৈরি হয়। দীর্ঘ দিন ধরেই কলকাতা হাইকোর্টে টেট মামলা চলছিল। ফলে আটকে ছিল পরীক্ষার ফলপ্রকাশ এবং নিয়োগ। বুধবার কলকাতা হাইকোর্ট টেটের ফল প্রকাশের নির্দেশ দিয়েছে। নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: বিরোধী বিসর্জনই লক্ষ্য, ঘোষণা শাসকের

আদালতের রায়ে স্পষ্ট, প্রশিক্ষিত নিয়োগপ্রার্থীরা প্রশিক্ষণহীনদের চেয়ে এগিয়ে গেলেন। তবে প্রশিক্ষিতদেরও কিন্তু টেটে পাশ করতে হবে। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা টেটে উত্তীর্ণ হচ্ছেন, অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদের নিয়োগ করা হবে। এর পরও যদি শূন্য পদ থাকে, তবেই প্রশিক্ষণহীন টেট উত্তীর্ণরা নিয়োগপত্র পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TET Kolkata High Court Verdict Result Out Today
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE