Advertisement
২৫ এপ্রিল ২০২৪
নজরে সাংসদের মৌলবাদী যোগ

নবান্নেও এসেছে সতর্কবার্তা, প্রশাসন অনড়ই

তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে একাধিক মৌলবাদী সংগঠনের যোগাযোগ নিয়ে রিপোর্ট দিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাসও। দূতাবাস থেকে পাঠানো ওই রিপোর্টে ভারতে নিষিদ্ধ মৌলবাদী সংগঠন, স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া বা সিমি-র সঙ্গেও ইমরানের যোগসূত্রের কথা বলা হয়েছে। ইমরান রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার ঠিক পরেই বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সারন নয়াদিল্লিকে একটি ‘ডশিয়ার’ পাঠান। সেখানে বাংলাদেশের মাটিতে সক্রিয় ভারত-বিরোধী গোষ্ঠীগুলির সঙ্গে ইমরানের যোগাযোগের কথা ছিল।

জগন্নাথ চট্টোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৭
Share: Save:

তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে একাধিক মৌলবাদী সংগঠনের যোগাযোগ নিয়ে রিপোর্ট দিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাসও। দূতাবাস থেকে পাঠানো ওই রিপোর্টে ভারতে নিষিদ্ধ মৌলবাদী সংগঠন, স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া বা সিমি-র সঙ্গেও ইমরানের যোগসূত্রের কথা বলা হয়েছে।

ইমরান রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার ঠিক পরেই বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সারন নয়াদিল্লিকে একটি ‘ডশিয়ার’ পাঠান। সেখানে বাংলাদেশের মাটিতে সক্রিয় ভারত-বিরোধী গোষ্ঠীগুলির সঙ্গে ইমরানের যোগাযোগের কথা ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, সাম্প্রতিক অতীতে কোনও সাংসদ সম্পর্কে এমন গুরুতর অভিযোগ আসেনি। এই খবর পাওয়ার পরে বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে সতর্ক করেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

বিদেশ মন্ত্রকের এক কর্তা জানান, বিভিন্ন হাইকমিশন থেকে যে সব রিপোর্ট আসে, সরকার তা নিয়ে সতর্ক থাকে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হয়। এ প্রসঙ্গে নবান্নের এক কর্তা বলেন, “বিষয়টি আমাদের নজরে রয়েছে। ঢাকা দূতাবাস এবং কেন্দ্রীয় সরকার এ নিয়ে বিস্তারিত জানিয়েছে। সরকারের শীর্ষ মহলও এ নিয়ে অবহিত।”

বৃহস্পতিবার কলকাতায় বিজেপির অন্যতম জাতীয় সম্পাদক সিদ্ধার্থনাথ সিংহও দাবি করেছেন, তৃণমূল সাংসদের মৌলবাদী যোগাযোগ নিয়ে বেশ কয়েকটি কেন্দ্রীয় এজেন্সি পৃথক ভাবে তদন্ত করছে। ফলে শুধুমাত্র সারদা কেলেঙ্কারি নয়, রাজ্যসভার ওই সাংসদের দেশ-বিরোধী কাজও এ বার তদন্তের আওতায় চলে এসেছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক ব্যক্তিকে রাজ্যসভায় পাঠালেন, তদন্তকারীরা তা-ও খতিয়ে দেখছেন বলে বিজেপি নেতার দাবি।

সিদ্ধার্থনাথ সিংহের এই অভিযোগের উত্তরে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, “বিজেপির কাছ থেকে আমরা দেশপ্রেম শিখব না। তৃণমূল যথেষ্ট দায়িত্বশীল দল।” তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ইমরানও। তিনি বলেন, “আমাকে কালিমালিপ্ত করতেই অবান্তর, অবাস্তব এবং মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” তাঁর সঙ্গে মৌলবাদী বা ভারত বিরোধী গোষ্ঠীর কোনও যোগাযোগ নেই বলে ইমরান দাবি করেছেন। যদিও তাঁর নিজেরই কথায়, “১৯৭৭ থেকে ১৯৮৪ পর্যন্ত আমি সিমি-র সদস্য ছিলাম।” তখন অবশ্য ওই সংগঠন নিষিদ্ধ তালিকায় ছিল না।

কে এই ইমরান?

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ঢাকার হাইকমিশন তৃণমূল সাংসদের সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, ১৯৭০-’৭১ সালে বাংলাদেশের শ্রীহট্ট অঞ্চল থেকে ভারতে আসেন তৃণমূল সাংসদ। প্রথম দিকে তিনি অসমের ধুবুরি এলাকায় থাকতেন। পরে জলপাইগুড়ির ধূপগুড়িতে চলে আসেন। ১৯৭৫-’৭৬ সালে ইমরান এ রাজ্যে ওয়েস্ট বেঙ্গল মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন তৈরি করেন। দ্রুত সেই সংগঠন বিস্তার লাভ করে। ১৯৭৭ সালের ২৪ এপ্রিল দেশের বিভিন্ন মুসলিম সংগঠনগুলিকে নিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলন হয়। সেই সম্মেলনেই জন্ম হয় স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (সিমি)-র। আহমেদ হাসান ইমরান সেই সম্মেলন থেকে সিমি-র পশ্চিমবঙ্গ শাখার সভাপতি নির্বাচিত হন। পরবর্তী তিন বছর তিনি সিমির সভাপতি পদে বহাল ছিলেন। তার পরেও সিমি নিষিদ্ধ হওয়া ইস্তক পশ্চিমবঙ্গে ইমরানই সিমির প্রধান

সংগঠক এবং মুখ হিসাবে পরিচিত ছিলেন বলে বিদেশ মন্ত্রকের কাছে জমা পড়া রিপোর্টে বলা হয়েছে। ৯/১১-র ঘটনার পরে এ দেশে জঙ্গি কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ আনার অন্যতম পদক্ষেপ হিসেবে সিমিকে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। সেই নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। যদিও অন্য নানা নামে এই সংগঠন যে কাজকর্ম চালাচ্ছে, এমন রিপোর্টও রয়েছে কেন্দ্রের কাছে।

বিদেশ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, কলকাতার পার্ক সার্কাস এলাকার ১৯ দরগা রোডের দু’কামরার ঘরে সিমির প্রথম অফিস শুরু করেন ইমরান। সেখান থেকেই ১৯৮১ সালে সিমি-র মাসিক মুখপত্র ‘কলম’ পত্রিকা প্রকাশ শুরু হয়। ১৯৯৪ সাল পর্যন্ত পত্রিকাটির মাসিক সংস্করণ এই ঠিকানা থেকেই ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়ে এসেছে। মন্ত্রকের কাছে জমা পড়া রিপোর্টে বলা হয়েছে, এই সময়ের সিমি-র সংগঠন সারা রাজ্যে ছড়িয়ে দিয়েছিলেন ইমরান। ফলে ইসলামি দুনিয়ায় তাঁর গুরুত্বও বাড়তে থাকে। রিপোর্টে বলা হয়েছে, সিমির পাশাপাশি জেড্ডার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর পূর্বাঞ্চলের অন্যতম কর্তা হিসাবে নিযুক্ত হন তিনি। এই ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর হলেন ঢাকার মামুল আল আজম। মামুল বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামির প্রতিষ্ঠাতা গোলাম আজমের ছেলে। ইমরান ইসলামিক ব্যাঙ্কের বোর্ডে যাওয়ার পরই ১৯৯৪ সাল থেকে ‘কলম’ পত্রিকা প্রতি সপ্তাহে প্রকাশিত হতে শুরু করে। ১৯৯৮ সালে তা দৈনিক পত্রিকায় পরিণত হয়। এই সময়েই সিমি এবং ‘কলম’ পত্রিকার অফিস পার্ক সার্কাস থেকে ৪৫ ইলিয়ট রোডে উঠে আসে। রিপোর্টে বলা হয়েছে, এর পর থেকে পার্ক সার্কাসের অফিসটি সিমির ক্যাডারদের অস্থায়ী থাকার জায়গা হিসেবে ব্যবহার হতে শুরু করে। বিদেশ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ইমরান বাংলাদেশে জামাত অনুসারী সংবাদপত্র ‘নয়া দিগন্ত’র ভারত-প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। নিয়মিত সেই কাগজে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। এ ছাড়া বাংলাদেশে শেখ হাসিনার জমানায় যে সব মৌলবাদী নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়, এমন অনেকের সঙ্গে ইমরানের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। এঁদের মধ্যে গোলাম আজম, মতিউর রহমান নিজামি, দিলওয়ার হোসেন সাইদি, আল মুজাহিদ, মীর কাশেম আলি, আব্দুর কাদের মোল্লা প্রমূখ। হাসিনা সরকার এঁদের সকলকেই যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচারের কাঠগড়ায় তুলেছেন। মৌলবাদী এই নেতারা বাংলাদেশে ধারাবাহিক ভাবে ভারত বিরোধী কার্যকলাপ চালান বলেও ঢাকার হাইকমিশন নয়াদিল্লিকে জানিয়েছে।

মন্ত্রক সূত্রের খবর, ইমরানের সঙ্গে বহু ইসলামি স্বেচ্ছাসেবী সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই সব সংস্থার কাজকর্ম সম্পর্কেও নানা তথ্য জানা গিয়েছে। যেমন, উত্তর ২৪ পরগনার পেট্রাপোল এলাকার আব্দুল মতিন এবং ইটিন্ডা-পানিপুরা এলাকার শওকত আলির মতো কিছু ব্যক্তির নাম ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলি পেয়েছে, যাঁদের সঙ্গে ইমরানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সীমান্তের এই ব্যক্তিরা কেন তৃণমূল সাংসদের এত ঘনিষ্ঠ, তা নিয়েও তদন্ত করছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE