Advertisement
E-Paper

আমার জীবনে ইমোশনের কোনও দাম নেই

বলছেন শুভশ্রী। মিমি-রাজ-শুভশ্রীর সমীকরণ নিয়ে সরগরম টলিউ়ডবলছেন শুভশ্রী। মিমি-রাজ-শুভশ্রীর সমীকরণ নিয়ে সরগরম টলিউ়ড

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০০:১৬
শুভশ্রী

শুভশ্রী

আগামী ২২ জানুয়ারি তাঁর বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল। কোথায় অনুষ্ঠান হবে থেকে সাজপোশাক সবটাই স্থির। শুভশ্রীর ফুরফুরে মেজাজ এক লহমায় বিস্বাদ! কারণ রাজ নাকি ফিরে যেতে চান প্রাক্তন প্রেমিকা মিমির কাছেই।

অথচ বিয়ের সব তোড়জোড়ের সময় শুভশ্রী নাকি জানতেও পারেননি মিমি আর রাজের যোগাযোগ রয়েছে। মিমি আর রাজের বিচ্ছেদের পর দু’জনকে একসঙ্গে কোথাও দেখা যেত না। পাশাপাশি ছবি তোলা তো দূরঅস্ত। কিন্তু কিছু দিন আগে একটি সরকারি অনুষ্ঠানে এবং একটি ছবির প্রিমিয়ারে রাজ-মিমিকে দিব্যি পাশাপাশি পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দু’জনে ফের ঘনিষ্ঠ হয়েছেন। সেই কারণেই সরতে হচ্ছে শুভশ্রীকে।

আরও পড়ুন, রাজ ও তার বর্তমান প্রেমিকার সম্পর্ক ভাঙার কারণ আমি! রাবিশ!

আরও পড়ুন:রাজ-শুভশ্রীর বিচ্ছেদ? নেপথ্যে রয়েছেন মিমি!

গত দু’দিন ধরে রাজ-মিমি-শুভশ্রীর সমীকরণ নিয়ে তোলপাড় চলছে টলিউডে। খবর অনুযায়ী, শুভশ্রীর সঙ্গে রাজ সম্পর্কে ইতি টেনেছেন। তাতে মানসিকভাবে ভেঙে পড়ে শুভশ্রী নাকি আত্মহত্যার চেষ্টা করেন বলেও খবর রটে। তবে সে রকম কিছুই বাস্তবে ঘটেনি। টালমাটাল পরিস্থিতিতেও বৃহস্পতিবার চূ়ড়ান্ত পেশাদারিত্ব দেখিয়ে শুভশ্রী একটি ফোটোশ্যুট করেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে সাফ জানিয়ে দেন, আত্মহত্যার খবর সম্পূর্ণ রটনা। রাজের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরও শুভশ্রী ভ্রান্ত বলেই জানান। ‘‘আমি ভাল আছি। কাজ, সিনেমা অনেক কিছু নিয়ে ব্যস্ত। আমার জীবনে ইমোশনের কোনও দাম নেই,’’ বলে ওই ভিডিওয় মন্তব্য করেন শুভশ্রী। তাঁর কথায় শেষ লাইনই বিতর্ক জিইয়ে রেখেছে।

রাজ-শুভশ্রীর বিয়ের ভেনু ঠিক হয়েছিল ইকো ট্যুরিজম পার্কে। পি সি চন্দ্র গার্ডেনে ছিল রিসেপশন। শোনা যায়, দু’টি জায়গার বুকিংয়ের টাকাই শুভশ্রী দিয়েছিলেন। নায়িকার ঘনিষ্ঠ একজনের বক্তব্য, ‘‘পাঁচ-ছ’লাখ টাকা শুভশ্রী নিজেই দেয়। এই পরিস্থিতিতে টাকার কথা না হয় বাদ দিলাম, শুভশ্রীর মানসিক ক্ষতিটা তো সবচেয়ে বড়।’’

শোনা যাচ্ছে, শুভশ্রীর বাবা এবং দিদির সঙ্গে এ প্রসঙ্গে রাজের একপ্রস্ত কথা কাটাকাটি হয় বুধবার রাতে। রাজের অফিসেও তাঁরা যান এবং গভীর রাতে রাজের বাড়িও যান। প্রতিশ্রুতি দিয়েও রাজ কেন সেটা ভাঙলেন তা নিয়ে সবচেয়ে ক্ষুব্ধ শুভশ্রীর পরিবার।

রাজ অবশ্য আনন্দ প্লাসকে স্পষ্ট জানিয়ে ছিলেন, তাঁর সঙ্গে শুভশ্রীর সম্পর্ক আগের মতোই রয়েছে। মিমিও তাঁর আর রাজের ব্যাপারে কিছু বলতে চাননি।

সম্পর্কে সব সময়েই চড়াই-উতড়াই থাকে। বিশেষত, সেলেবদের জীবনে আরওই বেশি। তবে ইন্ডাস্ট্রিতে যে খবর ভেসে বেড়াচ্ছে, সেগুলোই পাঠকের সামনে তুলে ধরা হল। সত্যি-মিথ্যে যাচাইয়ের ভার সময়ের হাতে।

Relationship Gossip Subhasree Ganguly Raj Chakraborty Mimi Chakraborty শুভশ্রী রাজ চক্রবর্তী মিমি চক্রবর্তী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy