Advertisement
E-Paper

জন্মদিনে প্রাক্তনদের ঢল

সলমনের জন্মদিনের সেলিব্রেশন তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের কাছে বার্ষিক উৎসবের মতো। তেমনটাই বলছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ০০:০০
সঙ্গীতা ও ইউলিয়া

সঙ্গীতা ও ইউলিয়া

তিনি সলমন খান। তাই তাঁর জীবনে কে প্রাক্তন আর কে বর্তমান, সেই হিসেব না করাই ভাল। তবে ভাইজানের ৫২ বছরের জন্মদিন সেলিব্রেট করতে পানভেলের ফার্ম হাউজে হাজির ছিলেন সঙ্গীতা বিজলানির পাশাপাশি ইউলিয়া ভন্তুরও। মঙ্গলবার রাতেই ফার্ম হাউজে পৌঁছে যান সলমন খান, ক্যাটরিনা কাইফ ও পরিচালক আলি আব্বাস জাফর। তিন জনই ব্ল্যাক পোশাকে ক্যামেরার জন্য পোজও দেন। রিলিজের প্রথম পাঁচ দিনেই ‘টাইগার জিন্দা হ্যায়’ দেড়শো কোটির ব্যবসা করায় সলমন ভীষণ খুশি। ছবির সাফল্যের কৃতিত্ব তিনি ক্যাটরিনাকেই দিয়েছেন। বলেছেন, ‘‘এটাই ওর তরফে আমার জন্মদিনের উপহার।’’

সলমনের জন্মদিনের সেলিব্রেশন তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের কাছে বার্ষিক উৎসবের মতো। তেমনটাই বলছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ‘‘আমার চেয়েও আমার ছেলেরা এই ছুটির জন্য বেশি অপেক্ষা করে। কারণ ওদের ‘সলমন চাচু’ রাতভর খেলা করার অনুমতি দেয়। যা ওরা বাড়িতে পায় না।’’

সলমনের পরবর্তী ছবি ‘রেস থ্রি’। সেই ছবির সহ-অভিনেতা অনিল কপূর, সাকিব সালিম, ববি দেওলও হাজির ছিলেন। এসেছিলেন ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ‘শেপ অব ইউ’ ও ‘বেবি কো বেস পসন্দ হ্যায়’-এর তালে অতিথিদের সঙ্গে পা মেলাচ্ছেন ভাইজান।

ক্যাটরিনা, আলির সঙ্গে সলমন

তবে পাপারাৎজির নজর ছিল, ইউলিয়া ভন্তুরের উপর। সকালেই ছবিটা স্পষ্ট হয়ে গেল। সলমনের পরিজনের পাশাপাশি এক জিপে দেখা গেল সঙ্গীতা ও ইউলিয়াকে। তবে ক্যাটরিনা ছবিতে না থাকায় নতুন জল্পনা হাওয়ায় ভাসছে। ক্যাটরিনা চলে যাওয়ার পরই কি ইউলিয়া এসেছিলেন?

Salman Khan Birthday Celebrations Panvel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy