Advertisement
২০ এপ্রিল ২০২৪

অক্ষয়ের চোখে ‘মিসেস ফানিবোনস’

দেখছি টিনা সাক্ষাৎকারে বলছে ‘মিসেস ফানিবোনস’‌য়ের সব লেখার প্রথম পাঠক আমি। সেটা ঠিক। তা বলে ভাববেন না আমার কোনও ইনপুটস ও নিয়েছে।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০০:০১
Share: Save:

খুব খারাপ লাগে যখন লোকে বউয়ের অটোগ্রাফ নিয়ে যায়। আর আমার দিকে ফিরেও তাকায় না (হাসি)। জোকস অ্যাপার্ট, আসলে লেখক হিসেবে টিনার (টুইঙ্কল খন্না) সাফল্য দেখে খুব ভাল লাগছে। ও সব সময় খুব দৃঢ় মনের মানুষ। যেটা করবে ঠিক করে সেটা করেই ছাড়ে। ইন্টিরিয়ার ডিজাইনিংয়েও ও নিজের লেবেল শুরু করেছিল। সেটাতেও সফল ছিল। আজ ‘মিসেস ফানিবোনস’‌ যে বেস্ট সেলারের তালিকায়, সেটার কারণও ওই ডিটারমিনেশন।

দেখছি টিনা সাক্ষাৎকারে বলছে ‘মিসেস ফানিবোনস’‌য়ের সব লেখার প্রথম পাঠক আমি। সেটা ঠিক। তা বলে ভাববেন না আমার কোনও ইনপুটস ও নিয়েছে। সত্যি বলছি, আমার কোনও ইনভল্ভমেন্ট নেই ওর বইয়ে। পড়তাম, ব্যস। কিন্তু যখনই বলতাম এটা কেন লিখলে? ও কটমট করে তাকাত আমার দিকে... আর কিছু বলার সাহস পেতাম না। (হেসে) বউয়ের হাতে কে আর মার খেতে চাইবে ভাই!

সাক্ষাৎকার: অরিজিৎ চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE