Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sanitary Napkin

স্কুলে স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসার বসিয়ে কুইন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ইনি

সব স্কুলে বসাতে হবে স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসার। মুম্বইয়ের স্কুলগুলোতে পিরিয়ড নিয়ে সচেতনতা গ়ড়ে তোলার কাজে মন দিয়েছিলেন ২৩ বছরের ডেন ডে মেনজেস।

ডেন ডে মেনজেস।

ডেন ডে মেনজেস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭ ১৫:৪১
Share: Save:

সব স্কুলে বসাতে হবে স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসার। মুম্বইয়ের স্কুলগুলোতে পিরিয়ড নিয়ে সচেতনতা গ়ড়ে তোলার কাজে মন দিয়েছিলেন ২৩ বছরের ডেন ডে মেনজেস। তাঁর এই অভিনব প্রয়াসের জন্য ২০১৮ সালে কুইন’স ইয়ঙ্গ লিডারস অ্যাওয়ার্ড পেতে চলেছেন মেনজেস।

ভারতে মেনস্ট্রুয়েশন নিয়ে ট্যাবু এবং যথাযথ সুরক্ষার অভাব ছোট থেকে ভাবাতো মেনজেসকে। সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মেনজেস দ্বারস্থ হয়েছিলেন আন্তর্জাতিক সংস্থা ক্রিসিল ফাউন্ডেশনের। সেখানকার রিসার্চ অ্যাসোসিসেট হিসেবেই লঞ্চ করেন তাঁর প্রকল্প রেড ইজ দ্য নিউ গ্রিন। শুরু করেন মুম্বইয়ের স্কুলগুলোতে স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসর বসানোর কাজ।

মানবজাতির উন্নয়নের উদ্দেশ্যে বিশেষ কাজের জন্য দ্য কুইন’স ইয়ঙ্গ লি়ডারস অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় ২০১৪ সালে। নিয়ম অনুযায়ী আগামী বছর বাকিংহাম প্যালেসে স্বয়ং রানির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন মেনজেস।

আরও পড়ুন: বলিউড নিয়ে ভাবছি না, জানিয়েই দিলেন মানুষী

আরও পড়ুন: সুন্দরী প্রতিযোগিতার সেরা এক জন কুখ্যাত ডাকাত!

ইতিমধ্যেই রয়্যাল ফ্যামিলির ফেসবুক পেজে মেনজেসকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিন্স হ্যারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sanitary Napkin Hygiene Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE