Advertisement
E-Paper

স্তন্যদানে ঘোরতর আপত্তি ছিল রানি ভিক্টোরিয়ার

রানি বলে, শরীরে রাজরক্ত বইছে বলে মায়ের কর্তব্যে ফাঁকি দিতে চাননি ব্রিটিশ রাজপরিবারের মহিলারাও। দু’-একটি ব্যাতিক্রম নেই, তা নয়। কিন্তু ব্রিটেনের রাজপরিবারের মহিলারা যখনই মা হয়েছেন, ইতিহাস বলছে, তাঁরা বিন্দুমাত্র আপত্তি জানাননি সন্তানদের স্তন্যপান করাতে। সন্তানদের জন্ম দেওয়ার পর খুব অসুস্থ হয়ে না পড়লে সন্তানদের তাঁরা স্তন্যপান করাতে কার্পণ্য করেননি। বরং সেটাই ট্র্যাডিশন ব্রিটিশ রাজপরিবারের রানি মায়েদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১৬:৪২
রানি ভিক্টোরিয়া (বাঁ দিকে) ও রানি দ্বিতীয় এলিজাবেথ।- ফাইল চিত্র।

রানি ভিক্টোরিয়া (বাঁ দিকে) ও রানি দ্বিতীয় এলিজাবেথ।- ফাইল চিত্র।

মা হওয়ার আনন্দে তাঁরাও অক্লেশে ভুলে গিয়েছেন, তাঁরা রানি! নীল রক্তের ‘অহমিকা’ তাঁদেরও স্পর্শ করতে পারেনি! দু’টি ব্যাতিক্রম বাদে।

রানি বলে, শরীরে রাজরক্ত বইছে বলে মায়ের কর্তব্যে ফাঁকি দিতে চাননি ব্রিটিশ রাজপরিবারের মহিলারাও। দু’-একটি ব্যাতিক্রম নেই, তা নয়। কিন্তু ব্রিটেনের রাজপরিবারের মহিলারা যখনই মা হয়েছেন, ইতিহাস বলছে, তাঁরা বিন্দুমাত্র আপত্তি জানাননি সন্তানদের স্তন্যপান করাতে। সন্তানদের জন্ম দেওয়ার পর খুব অসুস্থ হয়ে না পড়লে সন্তানদের তাঁরা স্তন্যপান করাতে কার্পণ্য করেননি। বরং সেটাই ট্র্যাডিশন ব্রিটিশ রাজপরিবারের রানি মায়েদের।

সেই ট্র্যাডিশন মেনেছেন যেমন এখনকার রানি দ্বিতীয় এলিজাবেথ বা তাঁর এক সময়ের পুত্রবধূ প্রয়াত প্রিন্সেস ডায়ানা, তেমনই এই সে দিনও তা মেনেছেন ডায়ানার পুত্রবধূ কেট মিডলটনও। সেই ট্র্যাডিশন মেনেছেন রাজা ষষ্ঠ জর্জের স্ত্রী রানি প্রথম এলিজাবেথও।

বাকিংহাম প্যালেস জানাচ্ছে, ব্রিটিশ রাজপরিবারের সেই ট্র্যাডিশন প্রথম ভেঙেছিলেন রানি ভিক্টোরিয়া। ভারতে ব্রিটিশ শাসন শুরুর সময় যিনি ছিলেন রানি। সন্তানদের স্তন্যপান করাতে ঘোর আপত্তি ছিল তাঁর। নিজে তো সন্তানদের স্তন্যপান করাননি বটেই, এমনকী, তাঁর পরিচিতদের, তাঁর বান্ধবী, পরিজনদের, সন্তানসন্ততিদেরও তিনি সব সময় পরামর্শ দিতেন স্তন্যপান না করাতে। যদিও রানি ভিক্টোরিয়ার সেই পরামর্শে আদৌ কর্ণপাত করেননি তাঁর কোনও কন্যাসন্তানই।

আরও পড়ুন- বিশ্ব স্তন্যদান সপ্তাহ: সদ্যোজাতর একমাত্র পুষ্টিকর খাবার মায়ের দুধ

আরও পড়ুন- নিজের ডেলিভারি থামিয়ে অন্যের ডেলিভারি করালেন এই ডাক্তার মা

তাই ব্রিটিশ রাজপরিবারের রানি মায়েদের মধ্যে দীর্ঘ দিন ব্যাতিক্রম হয়ে ছিলেন রানি ভিক্টোরিয়া। পরে রাজপরিবারের আরও এক রানি মা পদাঙ্ক অনুসরণ করেন রানি ভিক্টোরিয়ার। তিনি প্রিন্সেস মার্গারেট। এখনকার রানি দ্বিতীয় এলিজাবেথের বোন। তাঁর কোনও সন্তানকেই স্তন্যপান করাতে চাননি প্রিন্সেস মার্গারেট। শোনা যায়, সন্তানের জন্ম দেওয়ার আগেই তিনি রাজপরিবারের চিকিৎসককে বলে দিয়েছিলেন, তাঁর সন্তানকে স্তন্যপান করাবেন গভর্নেসই। আর তাঁর সন্তানকে দীর্ঘ দিন ধরে পর্যাপ্ত পরিমাণে স্তন্যপান করাতে পারবেন, এমন গভর্নেস খুঁজে আনার জন্য রাজপরিবারের ম্যানেজারদের আগেভাগেই নির্দেশ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- প্রেগন্যান্সিতে কী ভাবে বদলাতে থাকে শরীর?

তবে প্রিন্সেস মার্গারেটের মা রানি প্রথম এলিজাবেথ অত্যন্ত আগ্রহী ছিলেন সন্তানদের স্তন্যপান করাতে। তাঁর কন্যা রানি দ্বিতীয় এলিজাবেথও (এখনকার রানি) তাঁর চার সন্তান চার্লস, অ্যানে, অ্যান্ড্রু ও এডওয়ার্ডকে স্তন্যপান করাতে কার্পণ্য করেননি। তবে চার্লসের জন্ম দেওয়ার মাসদু’য়েক পরেই হাম হয় রানি দ্বিতীয় এলিজাবেথের। সেই সময় বেশ কিছু দিন চার্লসকে স্তন্যপান করান এক গভর্নেস। শাশুড়ি রানি দ্বিতীয় এলিজাবেথের পদাঙ্ক অনুসরণ করেছিলেন তাঁর এক সময়ের পুত্রবধূ প্রিন্সেস ডায়ানাও। তাঁর দুই পুত্রকেই স্তন্যপান করিয়েছিলেন যুবরানি ডায়ানা।

Breastfeeding Parenting Royal mothers Queen victoria breast Milk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy