New Cars before Puja

পুজোর আগে বাজারে আসছে কিছু নতুন গাড়ি! তার মধ্যে ছ’লাখ টাকা দামেরও মডেল আছে!

বেশ কিছু নতুন গাড়ি আসছে পুজোর আগে। তার মধ্যে ছ’-সাত লাখ টাকাতেও পেতে পারেন এমন ক’টি মডেল আছে। খবর এখানে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ ১৩:০১
Share:
০১ ১১

পুজোর মরশুমে বিভিন্ন নামিদামি চার চাকার গাড়ি আসতে চলেছে বাজারে। গাড়ি কিনতে চাইলে এর থেকে ভাল সময় হতে পারে না। বেশি দাম থেকে অল্প দাম সব গাড়িরই তালিকা রইলো নিচে

০২ ১১

১. লেক্সাস ইউএক্স এসইউভি- এই গাড়িটি অক্টোবর মাসে মাঝামাঝিতে বাজারে আসার কথা রয়েছে। দাম হতে পারে ৪০ থেকে ৫০ লাখের মধ্যে। গাড়িটি ৫ সিটারের হবে।

Advertisement
০৩ ১১

২. জিপ অ্যাভেঞ্জার- চলতি মাসেই বাজারে আসবে জিপ অ্যাভেঞ্জার। দাম হতে পারে ২৫ থেকে ৩০ লাখ টাকা। যা তথ্য পাওয়া গিয়েছে সেই অনুযায়ী গাড়িটি ৫ সিটারেরই হবে।

০৪ ১১

৩. টাটা পাঞ্চ ইভি টাটার- এই ইলেকট্রনিক চার চাকার গাড়িটি চলতি মাসেই বাজারে আসবে। দাম হতে পারে ১২ থেকে ১৪ লাখ ৬০ হাজারের মধ্যে। পাঁচ সিটারের এই গাড়িটি পুরোপুরি বিদ্যুৎ চালিত। একবার চার্জের পর ৩১০ কিলোমিটার যেতে পারবে।

০৫ ১১

৪. টয়োটা গ্লাঞ্জা স্পোর্ট হ্যাচব্যাক- পাঁচ সিটারের টয়োটার এই গাড়ি বাজারে আসবে এই মাসেই। জনপ্রিয় চারচাকা গাড়ি প্রস্তুতকারী টয়োটার এই গাড়ির দাম হতে পারে থেকে ৯লাখ থেকে ১০ লাখ ৫০হাজারের মধ্যে।

০৬ ১১

৫. হুন্ডাই ভেন্যু সিএনজি- পাঁচ সিটারের এই গাড়ির সিএনজি জ্বালানিতে চলবে। ইঞ্জিন রয়েছে ১১৯৭ সিসির। মাইলেজ পাওয়া যাবে ১৮ কিলোমিটার। বাজারে বিক্রি হতে শুরু করবে এই মাস থেকেই। দাম হতে পারে ৮ লাখ ৫০হাজার থেকে ১০ লাখের মধ্যে।

০৭ ১১

৬. মার্সিডিজ-বেঞ্জ টি-ক্লাস- এই মাসেই বাজারে আসছে মার্সিডিজ বেঞ্জ টি ক্লাস।দাম থাকছে ৪০ থেকে ৪৫ লাখের মধ্যে।

০৮ ১১

৭. হুন্ডাই এনআইওঅস এসইউভি- পুজোর মাসেই আসবে এই গাড়ি। দাম থাকবে ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে। ৫ জনের বসার জায়গা থাকবে এতে।

০৯ ১১

৮. অডি ৮ই-ট্রন স্পোর্টব্যাক- অক্টোবর মাসের শেষের দিকে এই গাড়ি বাজারে নিয়ে আসা হবে। দাম হবে ১.১০ কোটি থেকে ১.২৫ কোটি টাকা। ৫ সিটারের গাড়ি এটা।

১০ ১১

৯. টয়োটা টাইসর- টয়োটা টাইসর আসতে চলেছে অক্টোবর মাসেই। ৫ সিটের গাড়ি চলবে পেট্রোল এবং সিএনজিতে। ইঞ্জিন থাকবে ৯৯৮ থেকে ১১৯৭ সিসির। দাম হবে ৭.৬০ লাখ থেকে ১৩.৫০ লাখ টাকার মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement