সংগৃহীত চিত্র।
কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পীদের দক্ষতা শুধু রাজ্যে বা দেশে নয়, সারা বিশ্বে সমাদৃত। যে কারণে বিদেশে বসবাসকারী বাঙালিরাও যখন প্রবাসে কোনও পুজোর আয়োজন করেন, প্রতিমা নিয়ে যাওয়া হয় কলকাতার এই কুমোরটুলি থেকেই।
এত দিন আপনারা দেখেছেন, শুনেছেন ইউরোপ, আমেরিকা-সহ পৃথিবীর নানা প্রান্তে দুর্গা প্রতিমা পাঠিয়েছেন কুমোরটুলির শিল্পীরা। এ বার এই কুমোরটুলি থেকেই বিদেশে পাড়ি দিচ্ছে জগদ্ধাত্রী প্রতিমাও।
যে প্রতিমাটির কথা বলা হচ্ছে, সেটি আকারে ছোট হলেও তার অপরূপ সৌন্দর্য সকলের মন ভরিয়ে দেবে। সেটি নির্মাণ করেছেন মৃৎশিল্পী রাজকুমার পাল। তিনি জানিয়েছেন, এই প্রথম তাঁর তৈরি জগদ্ধাত্রী প্রতিমা বিদেশে পাড়ি দিচ্ছে! তাই তিনি ভীষণ খুশি।
শিল্পী জানান, প্রতিমার মোট উচ্চতা প্রায় ৩ ফুট। ছোট্ট মূর্তিটি সাজানো হয়েছে একেবারে রানির বেশে! দেবীর পরনে লাল বেনারসী। সাজানো হয়েছে নানা ধরনের গয়নায়। প্রথা মাফিক দেবী চতুর্ভূজা। তবে, দেবীর বাহন সিংহকে দেখানো হয়েছে ঘোটক রূপে। সব মিলিয়ে প্রতিমাটি কুমোরটুলির শিল্পীদের মুন্সিয়ানার এক অনন্য উপস্থাপনা হিসাবে সকলের নজর কাড়ছে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।