চাকদহে বাড়ির সামনে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, পলাতক তৃণমূলের অঞ্চল সভাপতি
ভোট পরবর্তী হিংসা অব্যাহত নদিয়া জেলাতে। রবিবার সকালে বাড়ির সামনেই উদ্ধার হল এক বিজেপি কর্মীর দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ কীর্তনীয়া(৩১)। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাকদহ থানার অন্তর্গত উত্তর এনায়েতপুর মণ্ডলপাড়া গ্রামে। অভিযোগ, পঞ্চম দফার ভোট মিটে যাওয়া পর শনিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তৃণমূলের অঞ্চল সভাপতি দুলাল মণ্ডলের লোকজন। দীর্ঘ ক্ষণ বাড়ি না ফিরে আসায় খোঁজখবর শুরু করেন পরিবারের লোকেরা। পর দিন ভোরে দেখা যায়, তাঁর দেহ বাড়ির উঠোনে পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা দুলাল মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালান। ঘটনার পর থেকেই পলাতক দুলাল। স্থানীয় সূত্রে খবর, চাকদহের ২১১ নম্বর বুথের বাইরে লাইন ঠিক করছিলেন দিলীপ। তখনই তাঁর সঙ্গে বচসা হয় দুলালের।