Durga Puja 2025 Outside India

হিমালয় নয়, সাম্ভালা নগরী এ বার বাংলাদেশের পুজোয়!

বাংলাদেশের এই পুজো এ বার তাক লাগাচ্ছে তাঁদের এই অপরূপ সৃষ্টি দিয়ে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫০
Share:

সংগৃহীত চিত্র।

কথিত আছে হিমালয়ের কোথাও একটা রয়েছে সাম্ভালা নগরী। এই নগরীর উল্লেখ প্রভাস-দীপিকা অভিনীত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও পাওয়া গিয়েছে। মনে করা হয় এটি একটি অত্যন্ত পবিত্র নগরী, এখানেই নাকি জন্ম হবে বিষ্ণুর দশম অবতার কল্কির। এ বার সেই সাম্ভালাই গড়ে উঠল পদ্মাপাড়ে।

Advertisement

হিমালয়ের বুকে কোথাও লুকিয়ে নেই আর এই নগরী। এখন এটি বাংলাদেশের একটি পুজো মণ্ডপে গড়ে উঠেছে। সদ্যই প্রকাশ্যে এসেছে সেই মণ্ডপের ঝলক।

বাংলাদেশের চট্টগ্রামের কালী চক্রবর্তী কলোনির রীতা ভট্টাচার্য বিল্ডিংয়ে এই থিম হয়েছে।

Advertisement

দেবীকে এখানে লাল শাড়ি পরে শঙ্খ বাজাতে দেখা যাচ্ছে। তাঁর গা সোনার মতো। দেবীর চারদিক থেকে জল পড়তে দেখা যাচ্ছে। রয়েছে ছোট ছোট প্রচুর বাড়ি ঘর। একটি আস্ত নগর গড়ে উঠেছে যেন, আর তার রক্ষাকর্ত্রী হিসেবে রয়েছেন খোদ দেবী।

এই মণ্ডপের সৃজন করেছেন অপটিমিষ্ট দে। প্রতিমা বানিয়েছেন দেবদিত্য ভট্টাচার্য। তাঁদের এই থিমের নাম, 'গল্প নয় সত্যি, ইন সার্চ অফ সাম্ভালা'।

সমাজমাধ্যমে তাঁদের এই মণ্ডপ এবং দেবী প্রতিমার ঝলক প্রকাশ্যে আসতেই সেটি সাড়া ফেলেছে। নজর কেড়েছে দেবীর রূপ এবং মণ্ডপসজ্জা।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement