Durga Puja 2025 Outside India

বলিউডি বিনোদনের সঙ্গে ভক্তি-সংস্কৃতির ছোঁয়া, নতুন ভাবনা নিয়ে ত্রিবেণী এলসবেরির পুজো

এক ছাদের নীচে ভক্তি, সংস্কৃতি ও সৌহার্দ্যের মেলবন্ধন।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৯
Share:
০১ ১৩

এক ছাদের নীচে ভক্তি, সংস্কৃতি ও সৌহার্দ্যের মেলবন্ধন। ত্রিবেণী এলসবেরির দুর্গাপুজোকে এক কথায় ব্যাখ্যা করা যায় এই ভাবেই।

০২ ১৩

সম্প্রদায় চালিত বিশেষ দাতব্য সংস্থা ‘ত্রিবেণী’র এই পুজো চলতি বছর পা দিতে চলেছে তৃতীয় বর্ষে। চলতি বছরের ভাবনা ‘ওয়ান ওয়ার্ল্ড, মেনি ভয়েজ়েস’।

Advertisement
০৩ ১৩

এই ভাবনার মূল প্রতিপাদ্য হল সঙ্গীতের বিশ্বজনীন শক্তি যা ভৌগলিক সীমানা পেরিয়ে শান্তি ও সম্প্রীতির মিল ঘটায়।

০৪ ১৩

প্রতি বছরের মতো এই বছরও পুজো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আগে থেকেই।

০৫ ১৩

পুজো অনুষ্ঠিত হবে ‘এলসবেরি ভেল অ্যাকাডেমি’তে।

০৬ ১৩

তবে পুজো শুরু আগামী ৩ অক্টোবর থেকে। চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

০৭ ১৩

পুজোর জন্য প্রচলিত আচার-অনুষ্ঠান তো আছেই, এ বছর এই পুজোর মূল আকর্ষণ হল দাতব্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান।

০৮ ১৩

তবে বিনোদনেও ভাটা পড়বে না। অনুষ্ঠান শেষে থাকছে বলিউডি উদ্‌যাপন। অর্থাৎ নাচে-গানে জমজমাট দুর্গোৎসব।

০৯ ১৩

অনুষ্ঠানের আসর বসবে আর পেটপুজো হবে না, তা কী ভাবে হয়! আছে সুস্বাদু নানা পদ ও সদস্যদের নিজেদের হাতে তৈরি প্রসাদ ও মিষ্টি।

১০ ১৩

সবশেষে ঢাকের তালে সিঁদুর খেলা।

১১ ১৩

ত্রিবেণী এলসবেরির সারা বছরের দাতব্য কার্যক্রমের মধ্যে থাকে- অভাবগ্রস্ত মানুষদের জন্য নিয়মিত খাদ্য বিতরণ, প্রবীণদের জন্য খাবারের আয়োজন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান।

১২ ১৩

আয়োজকদের কথায়, “‘ওয়ান ওয়ার্ল্ড, মেনি ভয়েজ়েস’-এর মাধ্যমে আমরা চাই মানুষকে এক করে তুলতে, সংস্কৃতি উদ্‌যাপন করতে এবং সামাজিক কল্যাণের স্বার্থে অর্থ সংগ্রহ করতে।”

১৩ ১৩

প্রবাসের মাটিতে থেকেও যাতে উৎসবের আমেজে একটুও ভাটা না পড়ুক, এমনটাই চাইছেন তাঁরা। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement