Durga Puja 2025

অঘোরীদের নাচ নয়, বরণ-সিঁদুরখেলার পর ত্রিধারায় নাচলেন দেবলীনা! সিকদার বাগানে ধুনুচি নাচ সোহিনীর

নিরঞ্জনের আগে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে বরণ, সিঁদুরখেলার পর নানা টুকরো মুহূর্ত প্রকাশ্যে এল।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৩:২২
Share:

সংগৃহীত চিত্র।

এক বছরেরও কিছু বেশি সময়ের অপেক্ষা এখন। সদ্যই কৈলাসে ফিরে গিয়েছেন দেবী। ইতিমধ্যেই একাধিক জায়গায় বিসর্জন হয়ে গিয়েছে, আর শহরের বাকি খ্যাতনামা পুজোগুলি আজ শোভাযাত্রায় অংশ নেবে। তার পর বিসর্জন হবে। তবে নিরঞ্জনের আগে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে বরণ, সিঁদুরখেলার পর নানা টুকরো মুহূর্ত প্রকাশ্যে এল।

Advertisement

ত্রিধারায় এই বছর অঘোরীদের লাইভ পারফরমেন্সের ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের এই থিম দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। তবে এ দিন বরণ এবং সিঁদুরখেলার পর মণ্ডপে থাকা শিব মূর্তির সামনে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী দেবলীনা কুমার। ‘অয়ি গিরি নন্দিনী’র সুরে নাচেন তিনি। সেই ভিডিয়ো নিজেই পোস্ট করে তাঁর মন খারাপকে ব্যক্ত করেন। লেখেন, "গত ৩ মাস ধরে আমি চোখের সামনে এই মণ্ডপটিকে তৈরি হতে দেখেছি। আমাদের থিম মিউজিকটাও প্রায় ১ মাসের ওপর ধরে ভাবনা চিন্তা করে তৈরি করা। এবং এটা মণ্ডপে গত ১০ দিনে প্রায় ২৪ ঘণ্টা ধরেই চলেছে। কিন্তু এখন সব কিছুর শেষের পালা। মা দুর্গা প্রতি বার আসেন, এবং ফিরে যান, এটাই মনে করিয়ে দেওয়ার জন্য, যে জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী । পরিবর্তনই জীবনের নিয়ম। ইচ্ছে না করলেও, মেনে নিতে হয়।"

অন্য দিকে সিকদার বাগানের বিসর্জনে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে ধুনুচি নাচের তালে নাচতে দেখা যায়। গোলাপি শাড়ির সঙ্গে কনট্রাস্টে সবুজ ব্লাউজ় সেজেছিলেন এ দিন তিনি। এই ক্লাবের প্রতিমা নিরঞ্জনের সময় স্থানীয়দের সঙ্গে তাঁকেও ঢাকের তালে নাচতে দেখা যায়।

Advertisement

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement