Ahona Dutta's Puja Plan

মীরার প্রথম পুজো, মেয়েকে নিয়ে এ বার কী কী পরিকল্পনা অহনার?

মা হিসেবে প্রথম পুজো, কী কী পরিকল্পনা রয়েছে অহনার?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৫
Share:

সংগৃহিত চিত্র

সদ্যই মা হয়েছেন। অহনা, দীপঙ্করের সংসারে এসেছে তাঁদের মেয়ে মীরা। শাশুড়ির নামে নাম রেখেছে তার। এই একরত্তিকে নিয়েই এখন দারুণ ব্যস্ততায় দিন কাটছে তারকা জুটির। মেয়েকে নিয়ে এটাই প্রথম পুজো তাঁদের, কী কী পরিকল্পনা রয়েছে, কী জানালেন?

Advertisement

ব্যস্ততার ফাঁকেই অহনা আনন্দবাজার ডট কমের সঙ্গে মা হিসেবে তাঁর প্রথম পুজোর পরিকল্পনা ভাগ করে বলেন, ''মেয়ে, স্ত্রী হিসেবে যে ভাবে পুজো কাটত, এ বার মা হয়েও একই ভাবে পুজো কাটবে। ঠাকুর দেখা, ঘোরাফেরা, মজা করা, খাওয়া-দাওয়া করা, কোনও ডায়েট না করা এ সবই থাকবে আর কী।''

মীরার প্রথম পুজো, নিশ্চয় এত দিনে কেনাকাটা শুরু হয়ে গিয়েছে? না, তেমনটা হয়নি। অহনা জানালেন দারুণ ব্যস্ততায় দিন কাটছে তাঁদের। বললেন, ''আমাদের এখনও কারও কেনাকাটা শুরু হয়নি। পুজো শপিং বলতে যেটা বোঝায় সেটা শুরু করিনি এখনও। সময়ই পাচ্ছি না। জানি না কবে করব, তবে করব খুব তাড়াতাড়ি।''

Advertisement

এখন তিনি কারও ঘরণী, সন্তানের মা। ছোটবেলায় পুজো কেমন ছিল, কোনও পুজোর প্রেম জীবনে এসেছিল কী পর্দার 'মিশকা'র? প্রশ্ন শুনেই অভিনেত্রী বলেন, ''না না, এরম কোনও ব্যাপার ছিল না।'' এর পরই তিনি সংযোজন করে বলেন, ''আমি যে প্রেম করতে পারব কোনও দিন সেটাই ভাবতে পারিনি।'' বলেই হাসতে থাকেন।

মা হওয়ার কিছু সময় আগে থেকেই কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। গত বছর মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি, 'সন্তান'। দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছিল। একই সঙ্গে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। অহনা থেকে 'মিশকা' হয়ে উঠেছিলেন। কিন্তু আবার কবে দর্শকরা তাঁকে পর্দায় দেখতে পাবেন জানতে চাইলেন অভিনেত্রী বলেন, ''অফার তো আসছে। দু'টো-তিনটে সিরিয়ালেরও অফার এসেছে। ভাল গল্প খুঁজছি। আমি নতুন কিছু করতে চাই। আর সব থেকে বড় কথা সেটা কেমন কী হবে, আমি কতটা কী সময় দিতে পারব সব ভেবে একটু সময় লাগছে। তবে ফিরব খুব তাড়াতাড়ি।''

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement