Celebrity Durga Puja Celebration

শ্বশুরমশাই বিশ্বজিতের পুজোয় মুম্বই থাকবেন অর্পিতা!

মুম্বইয়ের শ্বশুরবাড়ির পুজোয় তিনি কি অর্পিতা চট্টোপাধ্যায় নাকি বাড়ির বউ?

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ১২:২২
Share:

অর্পিতা চট্টোপাধ্যায়।

পুজোয় এ বার মুম্বই যাওয়ার প্ল্যান করছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়।‘‘আসলে ছেলে কলকাতায় পুজোতে না থাকায় কলকাতার পুজো আমার কাছে বড্ড মন কেমনের। তাই ভাবছি মুম্বইতে আমার শ্বশুরমশাইয়ের পুজোতে যাব। ওখানে তো বিশাল আয়োজন। খুব মজা হয়,’’বলছিলেন অর্পিতা।

Advertisement

দুর্গাপুজোর সঙ্গে একাত্মতা ছোটবেলা থেকেই। ‘‘ফার্স্ট অক্টোবর আমার জন্মদিন। অনেক সময় দুর্গাপুজো আর জন্মদিন এক হয়ে যেত...’’, স্মৃতির পথে ফিরে তাকালেন অর্পিতা।

পুজোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্ল্যানিংটা কী?

Advertisement

‘‘বুম্বাদার প্ল্যানিং-এর সঙ্গে চলতে গেলে আমি আটকে যাব। ওর শপিং থেকে পুজো প্ল্যানিং, সবটাই এত লার্জ স্কেলে চলে’’,উত্তেজিত অর্পিতা।

আরও পড়ুন: ‘পুজোয় তখনকার প্রেম ছিল একটু চেয়ে থাকা, তার পর দূরে চলে যাওয়া’​

আরও পড়ুন: সাদা-কালোয় সেক্সি দেবলীনা​

আরও পড়ুন: পুজোর ছবি নিয়ে তৈরি টলিউড, কোনটা দেখবেন?​

মুম্বইয়ের শ্বশুরবাড়ির পুজোয় তিনি কি অর্পিতা চট্টোপাধ্যায় নাকি বাড়ির বউ?

প্রশ্নটা শুনেই হেসে উঠলেন অর্পিতা,‘‘ভোগ দেওয়ার কাজটা করতে বেশ লাগে। আমার শ্বশুরমশাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সব সময় বলেন, মা দুর্গার ভোগ মানুষকে নিজে হাতে পরিবেশন করে দেওয়ার জন্যই। আমাদের পুজোয় কেউ যেন না খেয়ে ফিরে না যায়। এই ভাবনাকে শ্রদ্ধা করি।’’

দুর্গাপুজো মানে তাঁর কাছে অবশ্যই শপিং।‘‘এ বছরও গুছিয়ে শপিং করেছি। সক্কলের জন্য। তবে সকলকে ঠিকমতো পৌঁছে দেওয়া একটা ব্যাপার। এখন সেই পর্বটা চলছে। তবে ছেলেকে এ বারও খুব মিস করব...’’,অর্পিতার যেন একটু হলেও মন খারাপ। তিনি এখন লন্ডনে।

ভিডিয়ো: অজয় রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement