Durga Puja Celebration

সপ্তমীতে তিয়াশা কী করছেন জানেন?

পুজোর আগে তুমুল ব্যস্ত ছিলেন তিয়াশা। সপ্তমী থেকে শুটিং বন্ধ। পুজোর ছুটিতে যাচ্ছেন তারকারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১০:৫৪
Share:

তিয়াশা রায়।

তিয়াশা রায়। আপাতত বাংলা টেলিভিশনের দর্শকের কাছে পরিচিত মুখ। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। এই ধারাবাহিকে তিয়াশার চরিত্র ‘শ্যামা’কে দর্শক পছন্দ করেন।

Advertisement

পুজোর আগে তুমুল ব্যস্ত ছিলেন তিয়াশা। সপ্তমী থেকে শুটিং বন্ধ। পুজোর ছুটিতে যাচ্ছেন তারকারা। ফলে বেশ কিছু এপিসোডের শুটিং আগে থেকেই করে রাখতে হয়েছে। তবে সপ্তমীতে সাজগোজ করে তৈরি অভিনেত্রী। এ বার পরিবারের সঙ্গে সময় কাটানোর পালা। তবে তার মধ্যেই অনুরাগীদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন তিনি।

ঠিক এক বছর আগে অভিনেতা সুবানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিয়াশা। সুবান ‘আমার দুর্গা’, ‘মিলন তিথি’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। রাইমা সেন অভিনীত ‘নটবর নট আউট’ ছবিতেও অভিনয় করেছেন। অল্প কয়েকদিনের আলাপের পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। কিন্তু ‘কৃষ্ণকলি’ তিয়াশার প্রথম কাজ। সেই অর্থে বিয়ের পরই তিনি অভিনয় জগতে পা রাখেন।

Advertisement

আরও পড়ুন: পুজোয় পাঁচদিনের আলাদা-আলাদা প্রেম হয়েছে​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement