summative evaluation

পর্যায়ক্রমিক মূল্যায়ন ও দশম শ্রেণির টেস্ট কবে! নতুন শিক্ষাবর্ষের সূচি প্রকাশ করল পর্ষদ

ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আয়োজন করতে হবে ১ থেকে ১১ এপ্রিলের মধ্যে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন করতে হবে ১ থেকে ১২ অগস্টের মধ্যে। তৃতীয় ও শেষ মূল্যায়ন করতে হবে ১ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ২১:০৮
Share:

প্রতীকী চিত্র।

চলতি বছরে পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামিটিভ পরীক্ষার সূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমিক মূল্যায়নের পাশাপাশি দশম শ্রেণির টেস্ট-এর সূচিও উল্লেখ করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়েছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আয়োজন করতে হবে ১ থেকে ১১ এপ্রিলের মধ্যে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন করতে হবে ১ থেকে ১২ অগস্টের মধ্যে। তৃতীয় ও শেষ মূল্যায়ন করতে হবে ১ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে। পাশাপাশি দশম শ্রেণির টেস্ট আয়োজন করতে হবে স্কুলগুলিকে ১৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন করতে হবে স্কুলকে। প্রশ্নপত্রের উপরে নাম লিখতে হবে স্কুলের। প্রত্যেকটি প্রশ্ন করতে হবে পাঠ্যক্রমের ভাগ অনুযায়ী। পর্ষদের ওয়েবসাইটে যে নম্বর বিভাজন ও মডেল প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে প্রশ্ন করতে হবে স্কুলগুলিকে। প্রশ্ন নিয়ে কোন বিতর্ক হলে তার দায় নিতে হবে স্কুলে প্রধান শিক্ষককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement