Celebrity Durga Puja Celebration

পুজো এলেই কেমন যেন মনের মধ্যেটা গুড়গুড় করে

এ বার পুজোয় তাঁর ছবি দেবের প্রোডাকশনে, ‘হৈচৈ আনলিমিটেড’। তবুও তিনি পুজোতে নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ১১:৪৯
Share:

কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

এ বার পুজোয় তিনি সপরিবারে কলকাতার বাইরে। “বরের ছুটি এত কম এই সময় না গেলে বেড়ানো হয় না। তবে পুজো এলেই মনের মধ্যেটা কেমন গুড়গুড় করে ওঠে। পাগল পাগল লাগে। ছোটবেলার হুল্লোড়ে অনুভূতি আজও আছে”— বলছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এ বার পুজোয় তাঁর ছবি দেবের প্রোডাকশনে, ‘হৈচৈ আনলিমিটেড’। তবুও তিনি পুজোতে নেই। “শহর ঝলমল করছে। পুজোর শুরুটা দেখে যেতে পারছি। এটাই অনেক”— বললেন কনীনিকা। আসলে তাঁর কাছে পুজো মানে এক সঙ্গে অনেক কিছু করতে শেখা, একত্রিত হওয়া। কনীনিকা জানালেন, “একশো আটটা প্রদীপের সব তো একা আমি জ্বালাই না। একজন একজন করে এসে জড়ো হই। পুজো এটাই শেখায়। জোটবদ্ধ হতে।”

দুর্গার মুখ দেখে আরও এক বছর জীবন যুদ্ধে লড়াই করার শক্তি তিনি সঞ্চয় করেন। মনে করেন, “জীবনটা তো এক ধরনের যুদ্ধ। এই দিনটা যেন আমাদের সকলকে আরও একটা বছরের জন্য লড়াই করতে শেখায়।”

Advertisement

আরও পড়ুন: উজান-অবন্তিকা নতুন জুটি ডিসেম্বরে দুর্গাপুজো আনবে!​

আরও পড়ুন: সপ্তমীতে তিয়াশা কী করছেন জানেন?​

“বেড়াতে যাওয়ার আনন্দের সঙ্গে এ বছর পুজোয় মিশে আছে কলকাতার পুজো মিস করার মনকেমন”— যোগ করলেন নায়িকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন