Celebrity Durga Puja Celebration

স্ত্রী পিয়াকে নিয়ে পুজোয় কলকাতা ছাড়ছেন অনুপম

ছেলেদের জামাকাপড় নিয়ে বিশেষ আগ্রহ নেই। মেয়েদের শাড়ি কেনা, রং বাছাই তাঁর বিশেষ পছন্দের।

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ১৩:৫১
Share:

অনুপম রায়।

পিয়ার জন্য লাল সাদা ধূসর শাড়ি...

Advertisement

কলকাতাকে ঝলমলে উৎসবের মেজাজে দেখতে তাঁর সবচেয়ে ভাল লাগে। তাঁর নিজের গানে, বিজ্ঞাপনের গানে কলকাতা সুরময়। অনুপম রায়।

‘‘এ বার আমি বাঙালিদের জন্য নাচের গান করেছি। আমার বন্ধুরা সবাই বলত, নাচতে হলে তাদের হিন্দি বা পঞ্জাবি গানের উপর নির্ভর করতে হয়। সেই কথা মাথায় রেখে এ বার নাচের জন্য বাংলা গান,’’ উত্তেজনা অনুপমের গলায়।

Advertisement

আরও পড়ুন: অষ্টমীতে আমি কোন প্যান্ডেলে থাকছি জানেন?​

আরও পড়ুন: পুজো এলেই কেমন যেন মনের মধ্যেটা গুড়গুড় করে​

পুজোতে এ বার স্ত্রী পিয়াকে নিয়ে তিনি দিল্লি আর বেঙ্গালুরুতে গানের অনুষ্ঠানে। ‘‘বেঙ্গালুরু আমার পুরনো জায়গা। বন্ধুদের সঙ্গে দশমী করে ফিরব,’’ বলছেন অনুপম।

ছেলেদের জামাকাপড় এতটাই একঘেয়ে যে তাঁর বিশেষ আগ্রহ নেই। কিন্তু মেয়েদের শাড়ি কেনা, রং বাছাই তাঁর বিশেষ পছন্দের। স্ত্রী পিয়াকে পুজোর জন্য আলাদা করে কিছু না দিলেও, ‘‘লোপাদির ‘প্রথা’ থেকে মাকে শাড়ি কিনে দিয়েছি।’’

পিয়াকে কোন রঙের শাড়িতে ভাল লাগে?

খানিক ভেবে বললেন, ‘‘লাল সাদা আর গ্রে-র কম্বিনেশন হলে ভাল লাগবে।’’

আর মায়ের জন্য হলদে আর কমলা রং বাছলেন অনুপম।

পুজো আসলে তাঁর কাছে একটা অনুভব। যেন দুপুর মরে আসা স্যাঁতস্যাঁতে বিকেলের ছাতিমের গন্ধ...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন