SSC CGL Tier 1 2025

কাট অফ-এ গরমিল! পরীক্ষার্থীদের অভিযোগের পর ভুল স্বীকার করে তালিকা প্রকাশ করল এসএসসি

গত বছর ১২ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এসএসসি সিজিএল পরীক্ষার আয়োজন করা হয়। টায়ার ১-এর জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা। এর পর ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হয়েছিল ১৬ অক্টোবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৫:১০
Share:

প্রতীকী চিত্র।

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) আয়োজিত কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) পরীক্ষার ফলঘোষণা এবং আনসার কি প্রকাশ হয়েছে আগেই। কিন্তু ফলাফলে প্রকাশিত প্রাপ্ত কাট অফ নম্বর এবং উত্তীর্ণদের সংখ্যায় গরমিল ছিল বলে অভিযোগ। পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই এসএসসি সংশোধিত কাট অফ নম্বর এবং ফলাফল ঘোষণা করে।

Advertisement

গত বছর ১২ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এসএসসি সিজিএল পরীক্ষার আয়োজন করা হয়। টায়ার ১-এর জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা। এর পর ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হয়েছিল ১৬ অক্টোবর। প্রশ্নের উত্তর নিয়ে কোনও আপত্তি থাকলে পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল ১৯ অক্টোবর পর্যন্ত। ১৮ ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল পরীক্ষার চূড়ান্ত ফলাফল। চলতি বছরে জানুয়ারির শুরুতেই চূড়ান্ত ‘আনসার কি’ এবং স্কোরকার্ড প্রকাশ করা হয়।

সদ্য প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে, যে পরীক্ষার্থীরা কাট অফ নম্বরের চেয়ে বেশি পেয়েছেন সিজিএল-এর টায়ার ১-এর পরীক্ষায়,তাঁদের নাম নেই উত্তীর্ণদের তালিকায়। মোট তিনটি তালিকায় উত্তীর্ণ এবং অনুত্তীর্ণদের মধ্যে কোথাও তাঁদের নাম না থাকায় তাঁরা কমিশনে অভিযোগ জানান।

Advertisement

কমিশনের তরফে দাবি করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে তারা বিভিন্ন শ্রেণিভুক্তদের কাট অফ, পরীক্ষার্থীদের নম্বর এবং বাছাই প্রার্থীদের তালিকা খতিয়ে দেখেছে। মূল্যায়নের ক্ষেত্রে কোনও ভুল নেই তাদের তরফে বলে স্পষ্ট করেছে তারা। প্রকাশিত তিনটি তালিকাতেই সঠিক তথ্য রয়েছে বলে তাদের দাবি।

তবে একইসঙ্গে এসএসসি স্বীকার করেছে, তিন নম্বর তালিকায় জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড ২ পদে নির্বাচিতদের ফলাফলে ‘অনিচ্ছাকৃত’ ভুল থেকে গিয়েছে। ওই তালিকায় বিভিন্ন শ্রেণিভুক্তদের কাট অফ নম্বরে গরমিল রয়েছে। তাই সঠিক তথ্য দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বাছাই তালিকায় কোনও নতুন পরীক্ষার্থীর নাম যোগ হয়নি। শুধু মাত্র উত্তীর্ণদের কাট অফ নম্বরের সঠিক তথ্য প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, টায়ার-১ পরীক্ষায় উত্তীর্ণ ১,৩৯,৩৯৫ জন এ বার টায়ার-২ পরীক্ষা দিতে পারবেন। চলতি বছরে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন মন্ত্রক এবং সংস্থায় ১৪, ৫৮২টি শূন্যপদের এই পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement