আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।
অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করবে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)। জানা গিয়েছে, প্রতিষ্ঠানের একটি বিভাগে গবেষণার কাজ হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রতিষ্ঠানের অ্যাডভান্সড কম্পিউটিং অ্যান্ড মাইক্রোইলেকট্রনিক্স ইউনিটে গবেষণার কাজ হবে। বিষয়— ‘মাল্টিপ্যাকিং অন গ্রাফস’। প্রকল্পের জন্য একজন প্রজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৩১,০০০ টাকা থেকে সর্বাধিক ৩৫,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। একই সঙ্গে তাঁদের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক, এমএসসি, এমএস বা পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও অন্য বিষয়ে দক্ষতা থাকতে হবে, যা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টা নাগাদ সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের উপস্থিত হতে হবে। ওই দিন তাঁদের সঙ্গে রাখতে হবে জীবনপঞ্জি-সহ অন্য নথি। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।