Dashami Look on Durga Puja 2025

দশমীর আনন্দে বলিউড-টলিউড এক সঙ্গে, সিঁদুর খেলায় মাতলেন তারকারা

পুজোয় দশমী রাতে মণ্ডপের আড্ডা জমজমাট বলিউড তারকাদের উপস্থিতিতে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২২:৫৫
Share:
০১ ১০

দুর্গাপুজোর শেষ দিনে এক অন্য রকম আবেগ। ঢাকের বাজনা ধীরে ধীরে মলিন হলেও, প্যান্ডেলে তখনও উচ্ছ্বাস থামেনি। দশমীর সিঁদুর খেলায় তারকারাও যোগ দিলেন ভক্তদের সঙ্গে। মুখে সিঁদুর, চোখে আনন্দ—এই রঙিন মুহূর্তে একে একে ধরা দিলেন বলিউড থেকে টলিউড তারকারা।

০২ ১০

ইশিতা দত্ত আর স্বামী বৎসল শেঠকে দেখা গেল একে বারে বাঙালি সাজে। ইশিতার গায়ে সাদা-লাল পাড়ের শাড়ি, কপাল জুড়ে সিঁদুর, কানে বড়সড় ঝুমকা।

Advertisement
০৩ ১০

অন্য দিকে নজর কাড়লেন কাজল। একে বারে বাঙালি লুকে, অফ-হোয়াইট তাঁতের শাড়ি আর লাল চুড়িতে যেন পুজো প্যান্ডেলেই ঘর খুঁজে পেলেন। পাশে মেয়ে নিসা, গায়ে গেরুয়া রঙের ঝলমলে আনারকলি।

০৪ ১০

মা-মেয়ের সেই মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল।

০৫ ১০

একই আসরে কাজলের সঙ্গে মিশে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গা ভর্তি সোনালি-লাল শাড়ি, গয়নায় ঝলমলে তিনি সিঁদুর খেলায় মাতলেন পুরোদমে।

০৬ ১০

প্যান্ডেলে আরেক ছবিতে দেখা গেল কাজল, তনিশা আর ঋতুপর্ণাকে এক সঙ্গে। তিন রকম সাজ, তিন রকম আভা—এক দিকে কাজলের সাদামাটা শাড়ি, অন্য দিকে তনিশার উজ্জ্বল লাল জরি শাড়ি, সঙ্গে ঋতুপর্ণার গ্ল্যামারাস সোনালি লুক।

০৭ ১০

এ দিন রূপালি গঙ্গোপাধ্যায়ের থেকেও মিলল ঐতিহ্যের ছোঁয়া।

০৮ ১০

সাদা-লাল কোরিয়াল শাড়ি, গলায় সোনার হার, হাতে থালা—দেবীর সামনে দাঁড়িয়ে ভক্তিভরে বরণ করলেন তিনি।

০৯ ১০

রানি মুখোপাধ্যায় আর পল্লবী চট্টোপাধ্যায়ের যুগলবন্দিও ভরিয়ে দিল প্যান্ডেল। রানি লাল রেশমে, পল্লবী হলুদ-লালে। দু’জনার সাজে মিশে গেল ঐতিহ্য আর ঐশ্বর্য।

১০ ১০

শেষে ধরা দিলেন সুমনা চক্রবর্তী, লাল শাড়ি, খোঁপা, হাতে পদ্ম—একে বারে পুজোর ঘরের ছবি। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement