Bollywood Celebrities on Durga Puja 2025

নবমীতে বলিউডের পুজো-আড্ডা, মণ্ডপে কাজল-অজয়, আলিয়া-রানি, নজর কাড়লেন তনিশা, হৃতিকও

পুজোর নবমীর রাতে মণ্ডপের আড্ডা জমজমাট বলিউড তারকাদের উপস্থিতিতে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২২:৫৭
Share:
০১ ১০

পুজোর নবমী মানেই শহর জুড়ে উৎসবের চূড়ান্ত আমেজ। সেই আবহকে আরও জমকালো করে তুললেন বলিউডের একঝাঁক তারকা। মণ্ডপে তাঁদের উপস্থিতি যেন উৎসবের ছবিটাকে আরও রঙিন করে দিল।

০২ ১০

প্রথমেই নজর কাড়লেন অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়। হালকা গোলাপি অর্গ্যান্ডি শাড়িতে স্নিগ্ধ সাজ, সঙ্গে পান্না-সাদা পাথরের চোকার, মাথায় ঐতিহ্যবাহী হেয়ারব্যান্ড।

Advertisement
০৩ ১০

একই মণ্ডপে হাজির হলেন অজয় দেবগন, কাজল ও অয়ন মুখার্জি। কাজল সবুজ শাড়িতে মার্জিত বাঙালি লুক বেছে নিলেন। অয়নকে দেখা গেল হালকা হলুদ কুর্তায়।

০৪ ১০

অজয়ের গাঢ় সবুজ পাঞ্জাবি ও সাদা পাজামা ছিল একেবারেই সাদামাঠা অথচ নজরকাড়া।

০৫ ১০

তারকাদের এই ভিড়ে হৃতিক রোশনও কম যান না। সাদা শার্ট-প্যান্টে ক্যাজ়ুয়াল সাজ, মাথায় সাদা টুপি আর কপালে লাল টিপ—অভিনেতার সহজ অথচ আকর্ষণীয় উপস্থিতি যেন আলাদা মাত্রা যোগ করল।

০৬ ১০

আলিয়া ভট্ট ও রানি মুখোপাধ্যায়ের একসঙ্গে আলিঙ্গনের ছবি মণ্ডপের আবহে এনে দিল এক আন্তরিক মুহূর্ত।

০৭ ১০

আলিয়া সোনালি কাজের শাড়িতে অনন্যা, রানির আকাশি সিল্কের শাড়ি আবার মনে করিয়ে দিল তাঁর চেনা পুজো-লুক।

০৮ ১০

রানি মুখোপাধ্যায়ের একটি অন্য ছবি আরও ভাইরাল—পরিচালক করণ জোহর কপালে চুমু খাচ্ছেন তাঁকে। করণের লাল পাঞ্জাবি আর জমকালো দোপাট্টা ছিল উৎসবমুখর।

০৯ ১০

এর বাইরে নজর কাড়ল গায়িকা শিল্পা রাওয়ের গোলাপি সালোয়ার-দোপাট্টা।

১০ ১০

অভিনেত্রী সুমনা চক্রবর্তীর হালকা নীল শাড়ি-চোকার, আর দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়ায় জেনেলিয়া ডিসুজার সাদা-লাল কসাভু শাড়ি। মণ্ডপে জমে ওঠা তারকাদের মেলায় যেন নবমীর রাত আরও রঙিন। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement