ফ্যাশনের নিরিখে পিছিয়ে নেই বলিউড তারকারাও। কেউ শাড়িতে নজর কাড়লেন, তো কেউ এথনিকেই দিলেন দশ গোল।
দীপাবলিতে কেমন সাজলেন অভিনেতা-অভিনেত্রীরা?
আলোর উৎসবে উদযাপনে মাতলেন কপূর পরিবার।
সোনালি শাড়ির সঙ্গে ঝলমলে জ্যাকেট, দীপাবলিতে শো-স্টপার কি আলিয়া ভট্ট-ই?
আকাশি ঘাগরা-চোলিতে ননদের থেকে কম যান না করিনা কপূরও।
লাল পোশাকে অপরূপা বলিউডের ‘মিমি’ কৃতি শ্যাননও।
উৎসবের মরসুমে মনের মানুষ জাহিরের সঙ্গে একান্তে সোনাক্ষী সিংহ।
লাল শাড়িতে মোহময়ী ‘লাপতা লেডিজ়’ খ্যাত প্রতিভা রান্তা।
লক্ষ্মীর আরাধনায় মগ্ন মৌনি রায়।
প্রিয় বন্ধুর বাড়িতে পুজো। দিশা পটানি উপস্থিত না থাকলে হয়!
নীলাম্বরী শ্রীলীলা।
সাদার সঙ্গে সবুজের মেলবন্ধন! দীপাবলির সাজে ঝলমলে রশ্মিকা মন্দনা। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)