সকাল থেকেই টলিপাড়ায় শঙ্খ, উলুধ্বনির শব্দ। তবে তারকাদের বাড়ির উদ্যাপন মানেই তা আড়ম্বরে ভরপুর, এমনটাই ধারণা থাকে অনুরাগীদের।
সেই দিক থেকে কিন্তু একে বারেই আলাদা অভিনেতা তথা তৃণমূল সাংসদ। জৌলুসহীন ভাবেই বোন দীপালির সঙ্গে ভাইফোঁটাপর্ব পালন করলেন দেব।
অন্য দিকে অভিনেত্রী কোয়েল মল্লিকের কাছে চলতি বছরের ভাইফোঁটাটি যেন একটু বেশিই ‘বিশেষ’। মেয়ে কাব্য প্রথমবার ফোঁটা দিল দাদা কবীরকে।
উদ্যাপনের আমেজ রূপাঞ্জনা মিত্রর বাড়িতেও। ছেলে রিয়ান ফোঁটা নিলেন দিদিমার থেকে।
রক্তের সম্পর্ক নয়, তবুও ভাই-বোনের থেকে এই সম্পর্ক কম কিছুই নয়। কথা হচ্ছে অভিনেত্রী মানালি মনীষা দে এবং শুভ্রজিৎ। প্রতি বছরের মতো এই বছরও ব্যতিক্রম হল না ভাইফোঁটার ক্ষেত্রে।
ফোঁটা নিলেন অভিনেতা অভিষেক বসুও।
ভাইফোঁটার দিন দাদা-ভাইদের নিয়ে জমজমাট সুস্মিতা দের বাড়ি।
অরূপ বিশ্বাসের আয়োজিত ভাইফোঁটায় যেন চাঁদের হাট।
অরূপ বিশ্বাসকে ফোঁটা দিলেন কৌশানী মুখোপাধ্যায়।
উপস্থিত ছিলেন রণিতা দাসও।
বোনের থেকে ফোঁটা নিলেন জীতু কমলও।
দাদা রোহিত এবং সর্বজিৎকে ফোঁটা দিলেন ঐশ্বর্য সেনও। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)