দুর্গাপুজো হোক বা দীপাবলি, উৎসব মানেই তারকাদের ফ্যাশনের নজর আটকাতে বাধ্য ভক্তদের।
মিমি চক্রবর্তী থেকে নুসরত জাহান, কে কেমন সাজলেন, কী পরলেন, রইল সবটাই।
অভিনব দোপাট্টার সঙ্গে লেহঙ্গার মেলবন্ধন, নজরকাড়া নুসরত।
অভিনেত্রীর থেকে যেন চোখ ফেরানো দায়।
শাড়ি সুন্দরী রূপসা চট্টোপাধ্যায়।
এথনিকে ‘পিকচার পারফেক্ট’ মিমি চক্রবর্তী।
পরিমিত সাজেই অপরূপা সন্দীপ্তা সেন।
দীপাবলির শুভেচ্ছা জানালেন মিশমি দাসও।
বেগুনি চুড়িদারে ‘ফেস্টিভ রেডি’ পায়েল সরকার।
পরনে লাল পোশাক। আলো আঁধারিতে মোহময়ী স্বীকৃতি মজুমদার। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।