Mukerji Family Durga Puja

প্রিয় কাকা নেই, দেব মুখোপাধ্যায়কে ছাড়াই পুজো! চোখে জল নিয়ে উদ্‌যাপনে সামিল রানি-কাজল

মুম্বইয়ের দুর্গাপুজো মানেই প্রধান আকর্ষণ মুখোপাধ্যায়ের পরিবারের পুজো।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩১
Share:
০১ ১০

মুম্বইয়ের দুর্গাপুজো মানেই প্রধান আকর্ষণ মুখোপাধ্যায়ের পরিবারের পুজো। তবে চলতি বছরের আমেজটা একটু আলাদা।

০২ ১০

পরিবারের অন্যতম সদস্য তথা অভিনেতা দেব মুখোপাধ্যায় নেই। প্রিয় কাকাকে হারিয়ে চোখে জল রানি মুখোপাধ্যায় এবং কাজলের। মঞ্চের নীচেই দাঁড়িয়ে দেবীবরণ দেখলেন প্রয়াত অভিনেতার পুত্র অয়ন মুখোপাধ্যায়।

Advertisement
০৩ ১০

শনিবার অর্থাৎ পঞ্চমীতে ছিল মুখোপাধ্যায় পরিবারের পুজোর উদ্বোধন। গোলাপের পাপড়ি ছড়িয়ে দেবীর আবাহনে ব্যস্ত ছিলেন দুই বোন, কাজল ও রানি।

০৪ ১০

পর্দা উঠল, মুখ দেখালেন সুবিশাল দেবী।

০৫ ১০

প্রতিমার সামনে অপরূপা দুই তারকা কন্যাও। সোনালি শাড়ির সঙ্গে লাল ব্লাউজ়ে ঝলমলে কাজল। অন্য দিকে কালো ও লাল কারুকার্য করা পাড় বিশিষ্ট সাদা শাড়িতে পরিমিত সাজে নজরকাড়া রানিও।

০৬ ১০

মুখে হাসি থাকলেও কাকার জন্য কখনও কখনও চোখ ছলছল দু’জনেরই। মঞ্চের নীচে দাঁড়িয়ে দেব মুখোপাধ্যায়ের ছেলে অয়ন।

০৭ ১০

এই বছর তাঁর কালাশৌচ। সর্বাণী, তানিশাদেরও দেখা গেল পুজোর অতিথি আপ্যায়নে।

০৮ ১০

শেষ হল দেবীবন্দনা।

০৯ ১০

তত ক্ষণে মঞ্চের নীচে সব ভাই-বোন এক সঙ্গে।

১০ ১০

পরস্পরকে জড়িয়ে ধরতেই আবেগে চোখ ভিজল সকলের। পিতৃহারা ভাই অয়নের চোখ মুছিয়ে দিলেন বড় দিদি কাজল। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement