Celebs' Ganesh Chaturthi 2025 Celebrations

বাপ্পার আরাধনায় মাতোয়ারা বলিউড! করিনা, অনন্যা-সহ কার কার বাড়ি এলেন গণপতি?

বলিউড তারকারাও সামিল হয়েছেন গণেশ পুজোর আনন্দে। কেউ ঢোল বাজিয়ে নেচে তো কেউ পরিবারের সঙ্গে জাঁকজমকহীন ভাবেই আরাধনা করলেন গণপতির।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৮:১৮
Share:
০১ ১২

গোটা মহারাষ্ট্র জুড়ে উৎসবের মেজাজ! বাপ্পার আগমনের আনন্দে ভাসছে মায়ানগরীও। সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছেন বলিউড তারকারাও। করিনা কপূর থেকে শিল্পা শেট্টি, অনন্যা পাণ্ডে সহ কোন কোন তারকাদের বাড়িতে বাপ্পা এলেন?

০২ ১২

বাড়ির গণেশ প্রতিমার ছবি পোস্ট করেছেন করিনা কপূরও। একই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। সিদ্ধিদাতার সামনে অভিনেত্রীর ছোট পুত্র জেহ-র নামও লেখা থাকতে দেখা গিয়েছে ছবিতে।

Advertisement
০৩ ১২

স্বামী-সন্তান নিয়ে সাড়ম্বরে গণপতির আরাধনা শিল্পার। বাপ্পার সামনে নাচলেন মন খুলে। এদিন অভিনেত্রীকে মারাঠি স্টাইলে শাড়ি পরে থাকতে দেখা যায়।

০৪ ১২

পরিবারের সঙ্গে জাঁকজমকহীন ভাবেই গণেশ পুজোর আনন্দে মাতলেন শর্বরী। পোস্ট করলেন ছবি।

০৫ ১২

স্ত্রী এবং মেয়েকে নিয়ে গণেশের পুজো করতে দেখা গেল কুণাল খেমুকে। সোহা এবং ইনায়াকে গোলাপি রঙয়ের পোশাকে দেখা গেল এদিন।

০৬ ১২

গোটা শহরের উন্মাদনার ছোঁয়া লেগেছে পাণ্ডে বাড়িতেও। অনন্যা তাঁর গোটা পরিবারকে সঙ্গে নিয়ে ঘরোয়া ভাবেই বাপ্পার আরাধনা করেছেন।

০৭ ১২

সাদা শেরওয়ানি পায়জামায় দেখা মিলল সোনু সুদের। গণেশ পুজোর ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা।

০৮ ১২

বিচ্ছেদের চর্চার মাঝেই স্ত্রীর সঙ্গে গণেশ পুজোয় হাজির গোবিন্দা।

০৯ ১২

তুষার কপূরকেও ধুতি পরে নিষ্ঠা ভরে গণেশ আরাধনা করতে দেখা যায় এদিন।

১০ ১২

বাপ্পার আরাধনায় এসে আরতি করেন দিব্যা দত্ত।

১১ ১২

অঙ্কিতা লোখান্ডেকেও এদিন নিয়ম-রীতি মেনে বাপ্পাকে বাড়ি নিয়ে আসতে দেখা যায়।

১২ ১২

দেবিনা এবং গুরমিত এদিন তাঁদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে গণেশের আরাধনা করেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement