Celeb Bhaiphota

স্ক্রিনের দুই পারে অভিষেক-ঋদ্ধিমা, প্রবাসী ভাইয়ের সঙ্গে বোনকে এ দিন মিলিয়ে দিল ‘অনলাইন ভাইফোঁটা’!

ট্যাবের পর্দায় ভেসে উঠেছে প্রবাসী ভাইয়ের হাসি মুখ।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১২:০৫
Share:
০১ ১০

মুখোমুখি দুই ভাই-বোন। সামনে সাজানো রয়েছে ধান-দুব্বো আর চন্দনের থালা।

০২ ১০

প্রদীপের পাশে সযত্নে রাখা প্রিয় চকোলেটস্‌। তবে দু’জনের মাঝে দূরত্ব সাত সমুদ্রের!

Advertisement
০৩ ১০

হ্যাঁ, অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের ভাইফোঁটার চিত্রটা অনেকটা এমনই থাকে প্রতি বছর। প্রবাসী ভাইকে এই দিন বোনের সঙ্গে মিলিয়ে দেয় ‘অনলাইন ভাইফোঁটা’।

০৪ ১০

এই বারেও এর ব্যতিক্রম ঘটেনি। এই বিশেষ দিনে ভাই অভিষেক ফোঁটা নিলেন ‘ভার্চুয়াল’ মাধ্যমেই।

০৫ ১০

এ দিন তারই একটি ঝলক সমাজমাধ্যমে তুলে ধরেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, ট্যাবের পর্দায় ভেসে উঠেছে প্রবাসী ভাইয়ের হাসি মুখ।

০৬ ১০

পর্দার এক পাশে দেখা যাচ্ছে ঋদ্ধিমাকেও। এই ভাবে ট্যাবের মাধ্যমেই ফোঁটা এঁকে দিলেন ভাইয়ের কপালে। বিগত কয়েক বছর ধরে এটাই তাঁর দস্তুর।

০৭ ১০

ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, “আরও একটা ভাইফোঁটা ‘ফেসটাইম’-এ।”

০৮ ১০

কিন্তু তাতে কী! ঋদ্ধিমার মতে, ‘স্ক্রিনের মাধ্যমে ভাইফোঁটার পর্ব হলেও, প্রথা আর ভালবাসাটা একই রয়ে গিয়েছে…’

০৯ ১০

শেষে যোগ করেন, ‘শুভ ভাইফোঁটা। ওম! খুব মনে পড়ছে তোকে।’

১০ ১০

প্রতি বছরের মতো এই বছরও এই ভাবেই দুই ভাই-বোনকে এক সুতোয় বাঁধল ‘অনলাইন ভাইফোঁটা’। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement