সামনেই কালীপুজো, আর কালীপুজোর আগের দিন ভূতচতুর্দশী বলেই বিখ্যাত। আর এই সময়ের একটু আগে আগে ভূতের গল্প না শুনলে জমে! অনেকেই অনেক সময় অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়েছেন যার ব্যাখ্যা পাওয়া যায়নি। সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁদেরই অন্যতম। এক বার বিদেশের মাটিতে তাঁর এক হাড়হিম করা অভিজ্ঞতা হয়েছিল।
সেই ঘটনার কথা খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় একটি জনপ্রিয় বাংলা রিয়েলিটি শোয়ের মঞ্চে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। কিন্তু ঠিক কী ঘটেছিল?
'দাদা' জানান সালটা ছিল ২০০২। ইংল্যান্ডে ভারতীয় দল একটি ওডিআই সিরিজ খেলতে গিয়েছিল। সেই সময় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ওই ট্রিপে ভারতীয় দলকে রাখা হয়েছিল লামলি দুর্গে। সেখানেই একটি বড় ঘরে রাখা হয়েছিল অধিনায়ককে। পর দিন খেলা থাকায় জলদি ঘুমিয়ে পড়েন সৌরভ।
সৌরভ এও জানান আলো জ্বললে তিনি ঘুমাতে পারেন না। ফলে সব আলো নিভিয়ে তিনি ঘুমিয়ে পড়েন।
আচমকাই রাত এগারোটা নাগাদ বাথরুমের সমস্ত কল খুলে যায়। সৌরভ বলেন, 'প্রথমে ভেবেছিলাম আমি হয়তো তাড়াহুড়ো করে কল বন্ধ করিনি।'
তিনি আলো জ্বালিয়ে গিয়ে বাথরুমের সমস্ত কল বন্ধ করে দেন। এসে আবারও ঘুমিয়ে পড়েন।
আবারও কিছু সময়ের পর সেই জল পড়ার শব্দ। সব কল খোলা আবার। বন্ধ করে তিনি চেক করেন যে কলগুলি আলগা কিনা, দেখেন যে না সব ঠিকই আছে।
তখন তিনি ভয়ের চোটে রবি সিংয়ের ঘরে চলে যান তাঁকে ফোন করে। বাকি সময়টা তিনি সেখানে মেঝেতে শুয়ে কাটিয়েছিলেন।
পরে জানতে পারেন তাঁকে যে ঘরটি দেওয়া হয়েছিল সেই ঘরে এই হোটেলের মালিক আত্মহত্যা করেছিলেন।
এই ঘটনার পর দিন ঘর বদলে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)