Bengali short film

‘তেল’ দিলে কি ঘুরবে জীবনের চাকাও! পুজোর আগে যুধাজিৎ, অনন্যা, অরিত্রদের নিয়ে কর্পোরেট কাহিনি বুনছেন দেবাশিস দত্ত

শীঘ্রই মুক্তি পেতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘তেল’। অভিনয়ে যুধাজিৎ সরকার ও অনন্যা ভট্টাচার্য। একই সঙ্গে এই ছবির হাত ধরেই দীর্ঘ দিন পর পর্দায় দেখা যাবে অভিনেতা অরিত্র দত্ত বণিককে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮
Share:

সংগৃহীত চিত্র।

সঠিক জায়গায় ‘তেল’ দিতে পারলে কি জীবনের চাকাও গড়গড়িয়ে এগোয়? জীবনের প্রতি ক্ষেত্রে সেই প্রশ্নই যেন উঠে আসে বার বার। পরিচালকের আসনে বসে কলকাতা পুলিশের দায়িত্বশীল পদে থাকা দেবাশিস দত্তও এই প্রশ্নে উস্কানি দিয়েছেন। যদিও এই মুহুর্তে পুলিশের উর্দিতে নেই। মন দিয়েছেন তাঁর আগামী পরিচালনার কাছে।

Advertisement

পরিচালক দেবাশিস দত্ত

পুজোর আগে শীঘ্রই মুক্তি পেতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘তেল’। অভিনয়ে যুধাজিৎ সরকার ও অনন্যা ভট্টাচার্য। একই সঙ্গে এই ছবির হাত ধরেই দীর্ঘ দিন পর পর্দায় দেখা যাবে অভিনেতা অরিত্র দত্ত বণিককে।

ছবির গল্প এগিয়েছে একটি কর্পোরেট সংস্থার পরিস্থিতি নিয়ে। নাম শুনেই অবশ্য কাহিনির বিষয়বস্তু কিছুটা আঁচ করা যায় সহজেই। কাজের জায়গায় উচ্চপদস্থ কর্মীদের শুধুমাত্র ‘তেল’ দিয়ে কী ভাবে নিজেদের চলার রাস্তা মসৃণ করা যায়, সেই কথাই ফুটিয়ে তোলা হবে ছবিতে। পরিচালক দেবাশিস দত্তের কথায়, “কর্পোরেট সংস্থা নয়, সরকারি-বেসরকারী সব ক্ষেত্রেই একই চিত্র। বসকে তেল না মারতে পারলে উন্নতি সম্ভব নয়। সঠিক জায়গায়, সঠিক সময়ে তেল দিতে পারলেই লাভবান হওয়া যায়। এটাই এই গল্পের মূল বক্তব্য।” সদ্যই শেষ হয়েছে ছবিটির শ্যুটিং। আপাতত মুক্তির চূড়ান্ত তারিখ অধরা।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement