সেরা ৩ ‘আবাসনের বিগ বস্’
বিদ্যুতে সমস্যা হোক বা পাম্প ঠিক করা, প্রত্যেক আবাসনেই থাকেন এমন একজন যিনি সব বিপদে এক ডাকেই সকলের পাশে এসে দাঁড়ান। খুঁজে বের করে দেন যে সমাধানের রাস্তা। কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা সামাজিক কর্মকাণ্ড, সমস্ত কাজে তাঁকেই আগে পাওয়া যায়। পুজোর সময় প্রতিযোগিতার মাধ্যমে এমন ব্যক্তিত্বদেরকেই সম্মান জানায় ‘ডলার’ এবং আনন্দবাজার ডট কম।
এই বছর ১৬০-এরও বেশি আবাসন অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে থেকে প্রাথমিক স্তরে সেরা ২০ জন ‘আবাসনের বিগ বস্’দের বেছে নেওয়া হয়। তাঁদের কর্মকাণ্ড ছবি-সহ পোস্ট করা হয় আনন্দবাজার ডট কম-এর ফেসবুকের পাতায়। এর পর শুরু হয় আসল লড়াই। ৩০ সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমীর সন্ধ্যে ৬টা পর্যন্ত চলে ভোট। অবশেষে ছবিতে প্রাপ্ত লাইক ও শেয়ারের ভিত্তিতে বেছে নেওয়া হয় এই সেরা ৩ জনকে।
এই বছর কারা হলেন সেরা ৩ ‘আবাসনের বিগ বস্’? চলুন দেখে নিই।
‘ডলার’ ‘আবাসনের বিগ বস্’ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ‘অরচার্ড এস্টেট’-এর উদয় সরকার।
ডলার ‘আবাসনের বিগ বস্’ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ‘অ্যাক্টিভ একার্স’-এর শ্রেয়স সেঠ।
ডলার ‘আবাসনের বিগ বস্’ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন ‘কালিদহ (কালিন্দি) প্লট ওনার্স অ্যাসোসিয়েশন’-এর অমিতাভ রায়।
মহানবমীর মহালগ্নে এই ৩ বিজেতার হাতে তুলে দেওয়া হল চেক। প্রথম পুরস্কারের অঙ্ক ছিল ৪০,০০০ টাকা। দ্বিতীয় পুরস্কারের অঙ্ক ছিল ৩৫,০০০ টাকা। এবং তৃতীয় পুরস্কারের অঙ্ক ছিল ২৫,০০০ টাকা।
মোট পুরস্কারের অর্থের ৭৫ শতাংশ পাবে সংশ্লিষ্ট আবাসনের পুজো কমিটি এবং ২৫ শতাংশ পাবেন বিজেতা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।