Durga Puja Fashion

লিনেন শাড়িতে পুজো কাটাতে চান পল্লবী

প্যান্ডেলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য লিনেন শাড়িই আদর্শ বলে মনে করেন পল্লবী। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৯:০০
Share:

পল্লবী শর্মা।

বাঙালি দর্শকের কাছে পল্লবী শর্মা এখন পরিচিত নাম। না! একটু ভুল লেখা হল বোধহয়। পল্লবী নয়, বাংলা টেলিভিশনের কাছে পরিচিত নাম জবা। জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’-এ ‘জবা’ চরিত্রেই অভিনয় করছেন পল্লবী।

Advertisement

এই মুহূর্তে পল্লবীর স্টাইল স্টেটমেন্ট শাড়ি। ‘জবা’কে বরাবরই শাড়ি পরেই দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু গল্প অনুযায়ী চরিত্রের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শাড়ির ধরনেও বদল এসেছে। লিনেন শাড়ি এবং ফ্লোরাল প্রিন্টের বোট নেক ব্লাউজেই এখন পল্লবীকে অনস্ক্রিন দেখেন দর্শক।

দুর্গা পুজোতেও শাড়িই বেছে নিতে চান পল্লবী। ষষ্ঠীর দিন বন্ধু বা আত্মীয়দের সঙ্গে ব্রাঞ্চের জন্য আদর্শ লিনেন শাড়ি। গরমে যেমন আরামদায়ক এই ফ্যাব্রিক, তেমনই দেখতেও ভাল। সঙ্গে মানানসই ব্লাউজ হলে তো কথাই নেই।

Advertisement

আরও পড়ুন: জিনসের সঙ্গে শাড়ি পরবেন না​

আরও পড়ুন: ব্রাইট কালারের প্রচুর শাড়ি কিনেছি, প্রতিদিনই ট্র্যাডিশনাল সাজব...​

অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার জন্য লাইন পরে পাড়ার প্যান্ডেলে। আবার সে দিনটা শাড়ি পরে সাজতেও হবে। তাই প্যান্ডেলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য লিনেন শাড়িই আদর্শ বলে মনে করেন পল্লবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন