Durga Puja Fashion

ব্রাইট কালারের প্রচুর শাড়ি কিনেছি, প্রতিদিনই ট্র্যাডিশনাল সাজব...

নর্মালি আমি লাইট কালার পরি সব সময়। কিন্তু এই পুজোতে একটু চেঞ্জ করব।

Advertisement

ইশা সাহা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৬:১৫
Share:

ইশা সাহা।

এ বার পুজোতে প্রচুর শাড়ি কিনেছি। শাড়ির ওপর তো পুজোর সময় আর কিছু হয় না। সুযোগ পেলে রোজ শাড়ি পরব। কোনওদিন হয়তো সালোয়ারও পরতে পারি। সারা বছর ওগুলো তো পরা হয় না। হয় ক্যাজুয়াল ওয়্যারে থাকি, না হলে ফিল্মের কস্টিউম। কিন্তু পুজোর সময় ইচ্ছেমতো অনেক কিছু পরা যায়।

Advertisement

এ বার বেশ কিছু পুজো পরিক্রমায় যাব। সে দিনগুলো হ্যান্ডলুম পরব। একটা তসর মুগা কিনেছি। আর একটা ওপারা সিল্কও কিনে ফেললাম, জানেন। নর্মালি আমি লাইট কালার পরি সব সময়। কিন্তু এই পুজোতে একটু চেঞ্জ করব। ব্রাইট কালার পরব। যেমন, পিঙ্ক নিয়েছি একটা। ইয়েলো, অরেঞ্জ মিক্সড কালার কিনেছি। মিন্ট কালারের মধ্যে লাল ফ্লোরাল প্রিন্ট রয়েছে আমার পুজো ফ্যাশনে। আর আছে অফ হোয়াটের ওপর হলুদ ফুলের কাজ করা একটা শাড়ি।

ম্যাক্সিমাম দিন শাড়ি পরছি। কিন্তু ব্লাউজ নর্মাল থাকবে। যেটার সঙ্গে যেমন মানাবে। ট্র্যাডিশনাল লুকটাই রাখব। খুব বেশি এক্সপেরিমেন্ট করব না। তবে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় নর্মাল জিন্স টপ। যেটা পরে আমার সারা বছর কাটে। কাজের জন্যই তো সাজ। বাকি সময় নর্মাল থাকতেই ভালবাসি। পুজোতেও কাজের জন্যই সাজব।

Advertisement

আরও পড়ুন: স্যালোঁয় না গিয়েই এই উপায়ে কার্লি করে ফেলুন চুল!​

আরও পড়ুন: নানা সাজে কোয়েল-শ্রাবন্তী-পাওলি-শুভশ্রী, আপনি কোনটা বাছবেন?

অষ্টমীর অঞ্জলি আমাদের মানে বাঙালিদের জন্য খুব স্পেশ্যাল। কিন্তু ওই দিনটা, মানে অঞ্জলির সময় খুব একটা সাজগোজের সময় কোনও বছরই পাই না। কারণ স্নান করে প্যান্ডেলে যেতে যেতেই দেরি হয়ে যায়। তবে নতুন যে কোনও একটা জামা পরে অঞ্জলি দেব। ... একটা অফ হোয়াইট শাড়ি আছে, কেরালা সিল্ক। ভাবছি দশমীতে পরব ওটা। আর একটা সবুজ হ্যান্ডলুম আছে। খুব ইচ্ছে হলে ওটা অষ্টমীতে পরব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন