Durga Puja 2019 Ananda Utsav 2019 Facial Charcoal Facial Durga Puja Fashion Skin Care Gold Facial দুর্গাপুজো ফ্যাশন রূপ-কথা

পুজোর কাউন্টডাউন শুরু, রইল সাজগোজের শেষ মুহূর্তের জরুরি টিপস

কী ভাবে পুজোতে সাজিয়ে তুলবেন নিজেকে তার পরামর্শ দিলেন রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিংহ ফ্লোরা।

Advertisement

শর্মিলা সিংহ ফ্লোরা

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ১৫:৫২
Share:

ঢাকে কাঠি পড়তে অপেক্ষা আর হাতে গোনা কয়েক দিনের। বাতাসে শিউলি ফুলের গন্ধ অনেক আগেই জানান দিয়েছে মা আসছে। পুজোর কেনাকাটা সব শেষের পর্যায়। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি । ঠিক হয়ে গিয়েছে পুজোর চার দিনের সাজগোজও । কিন্তু পুজোর ভিড়ে মেক আপ ঠিক রাখবেন কী ভাবে সে চিন্তা পিছু ছাড়ছে কই?

Advertisement

কখনও প্রচন্ড গরম, আবার কখনও প্রবল বৃষ্টি। আবহাওয়ার এই খামখেয়ালি চালে নাজেহাল শহরবাসী । আর তার প্রভাব পড়ে আমাদের ত্বকেও । সঙ্গে আছে মেক আপ । সব মিলিয়ে ত্বকের ক্ষতি হওয়াবার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই শুধু মেক আপ করলেই হল না, জানতে হবে সেই মেক আপ টিকিয়ে রাখার কৌশলও।

ক্ষতিগ্রস্থ ত্বক কী ভাবে ঠিক রাখবেন, কী ভাবেই বা পুজোতে সাজিয়ে তুলবেন নিজেকে তার পরামর্শ দিলেন রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিংহ ফ্লোরা। তিনি জানালেন, ‘‘আমি চাই কলকাতার সব মানুষকে সুন্দর করে রাখতে। তাই পুজোর শেষ মুহূর্তে জানে নেওয়া দরকার কেমন করে নিজেকে অনন্য করে তুলবেন।’’ রইল তারই হদিশ ।

Advertisement

আরও পড়ুন: পুজোয় নতুন কোন ফেসিয়াল? আপনার ত্বকের জন্য কোনটা সেরা...​

  • পুজোর মুখে মুখে হাতে এক ঘন্টা নিয়ে পার্লারে এক বার যেতেই হবে। বেসিক ফেসিয়াল, আইব্রো, ওয়াক্সিং এগুলো করিয়ে ফেলুন।

  • পুজোয় ঠাকুর দেখা থাকবেই। তার সঙ্গেই চলবে রাত জাগা, অনিয়মিত খাওয়াদাওয়া। সকালে উঠে হালকা এক্সারসাইজ করে নিন। চামড়ায় জেল্লা ফিরবে।

  • অ্যালোভেরা আর লাউয়ের রস অবশ্যই খাবেন। মেটাবলিক রেট ঠিক থাকবে। হজমশক্তি বাড়াবে।

  • ডাবের জল সঙ্গে রাখুন। বেশি করে জল খান এই ক’দিন।

  • ভেজিটিবল পিলিংকে দুধ বা দইয়ের মিশ্রণে মাখিয়ে সারা গায়ে মেখে নিন।

  • মুখের যত্ন করুন ভাল করে। পুজোর ক’দিন ত্বকে একের পর এক মেক আপ চড়ানো হয়। ভাল করে মেক আপ না তুললে পিগমেনটেশন অনিবার্য।

  • গরমের পুজো। তাই সবচেয়ে আগে স্পা করুন চুলের। একান্তই স্পা করতে না পারলে কন্ডিশনিং করুন।

  • চুল বেঁধে রাখার চেষ্টা করুন। টপ নট বা মেসি বান করলে যে কোনও পোশাকের সঙ্গে মানাবে।

পুজোর মুখে মুখে হাতে এক ঘন্টা নিয়ে পার্লারে এক বার যেতেই হবে। বেসিক ফেসিয়াল, আইব্রো, ওয়াক্সিং এগুলো করিয়ে ফেলুন।

পুজোয় ঠাকুর দেখা থাকবেই। তার সঙ্গেই চলবে রাত জাগা, অনিয়মিত খাওয়াদাওয়া। সকালে উঠে হালকা এক্সারসাইজ করে নিন। চামড়ায় জেল্লা ফিরবে।

অ্যালোভেরা আর লাউয়ের রস অবশ্যই খাবেন। মেটাবলিক রেট ঠিক থাকবে। হজমশক্তি বাড়াবে।

ডাবের জল সঙ্গে রাখুন। বেশি করে জল খান এই ক’দিন।

ভেজিটিবল পিলিংকে দুধ বা দইয়ের মিশ্রণে মাখিয়ে সারা গায়ে মেখে নিন।

মুখের যত্ন করুন ভাল করে। পুজোর ক’দিন ত্বকে একের পর এক মেক আপ চড়ানো হয়। ভাল করে মেক আপ না তুললে পিগমেনটেশন অনিবার্য।

গরমের পুজো। তাই সবচেয়ে আগে স্পা করুন চুলের। একান্তই স্পা করতে না পারলে কন্ডিশনিং করুন।

চুল বেঁধে রাখার চেষ্টা করুন। টপ নট বা মেসি বান করলে যে কোনও পোশাকের সঙ্গে মানাবে।

  • খুব চড়া মেকআপ করে রোদে বেরবেন না। দিনে বেরনোর আগে সানস্ক্রিন মাখুন অবশ্যই।

  • এ বার পুজোয় মেক আপে হট কালারের চল। যেমন গাঢ় লাল লিপস্টিক। তাতেই একটা আলাদা স্টেটমেন্ট তৈরি হয়। তাই কিনে রাখুন এমন উজ্জ্বল কিছু রঙের উপহার।

  • শাড়ি পরলে পুজোতে চেষ্টা করুন বিভিন্ন ড্রেপে শাড়ি পরার। স্মোকি আইস করতে পারেন, এতে চোখ দুটো আলাদা হয়ে যাবে।

খুব চড়া মেকআপ করে রোদে বেরবেন না। দিনে বেরনোর আগে সানস্ক্রিন মাখুন অবশ্যই।

এ বার পুজোয় মেক আপে হট কালারের চল। যেমন গাঢ় লাল লিপস্টিক। তাতেই একটা আলাদা স্টেটমেন্ট তৈরি হয়। তাই কিনে রাখুন এমন উজ্জ্বল কিছু রঙের উপহার।

শাড়ি পরলে পুজোতে চেষ্টা করুন বিভিন্ন ড্রেপে শাড়ি পরার। স্মোকি আইস করতে পারেন, এতে চোখ দুটো আলাদা হয়ে যাবে।

আরও পড়ুন: সুতির নকশা ও সুতির কাপড়েই বাজিমাত!​

  • নিজেকে কী মানায় সে বিষয় সম্পর্কে সচেতন থাকুন।

  • পায়ের উপর সবচেয়ে অত্যাচার চলে পুজোয়। রোজ রাতে পায়ে ভাল করে ফুট ক্রিম মেখে ঘুমতে যান।

  • মন ভাল রাখার চেষ্টা করুন। মনের ছাপ মুখেই সবচেয়ে আগে পড়ে।

নিজেকে কী মানায় সে বিষয় সম্পর্কে সচেতন থাকুন।

পায়ের উপর সবচেয়ে অত্যাচার চলে পুজোয়। রোজ রাতে পায়ে ভাল করে ফুট ক্রিম মেখে ঘুমতে যান।

মন ভাল রাখার চেষ্টা করুন। মনের ছাপ মুখেই সবচেয়ে আগে পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন