Durga Puja Hairstyles

চুল বাঁধতে গিয়ে চুলোচুলি! পুজোর আগে বলি নায়িকারা দিচ্ছেন সাজের সঙ্গে মানানসই কেশসজ্জার টিপস্‌

পুজোর সাজে কী ভাবে বাঁধা হবে চুল, তা নিয়ে ভাবতে ভাবতেই দিন কাবার? চিন্তা নেই। চুল ছোট হোক বা বড়, পুজোর আগে বলি তারকারা দিচ্ছেন কিছু সহজ কেশসজ্জার টিপস্‌।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৫:২৭
Share:

প্রতীকী চিত্র

পছন্দের পোশাক পরলেন, সঙ্গে হল মানানসই মেকআপও। কিন্তু চুলের দিকে এগোতেই সত্যি সত্যি মাথায় হাত! কী ভাবে বাঁধা হবে চুল, তা নিয়ে ভাবতে ভাবতেই দিন কাবার। ইন্টারনেট ঘেঁটে যা-ও বা কিছু পেলেন, তা কাজে করতে গিয়ে চুল এবং আপনার, উভয়েরই জট পাকানো অবস্থা! আর চিন্তা নেই। চুল ছোট হোক বা বড়, পুজোর আগে কিছু সহজ কেশসজ্জার টিপস্‌ এল বলি তারকাদের কাছ থেকে।

Advertisement

মেসি বান

‘রামলীলা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের লুক এক সময়ে ছিল তুমুল জনপ্রিয়। বিশেষ করে তাঁর অগোছালো হাত খোঁপা আজও ফ্যাশন সচেতনদের চর্চায়। চুল যদি কোঁকড়ানো হয়, তবে তো কথাই নেই। আলগা ভাবে একটা হাত খোঁপা করে নিন। দেখবেন যেন তা কিছুটা অগোছালো দেখায়। শাড়ি, কুর্তি অথবা যে কোনও সাবেক সাজের সঙ্গে এই কেশসজ্জায় আপনার রূপ খুলতে বাধ্য।

Advertisement

সাধারণ হাত খোঁপা

বাড়িতে কাজের মাঝে চোখেমুখে চুলের জ্বালাতন এড়াতে মা-দিদাদের ছাপোষা হাত খোঁপাই এখন ফ্যাশন! সারা দিন খোলা চুল নিয়ে চলতে সমস্যা হলে দীপিকার মতো এই সাধারণ হাত খোঁপাই করবে মুশকিল আসান। যদিও এই খোঁপা ‘সাধারণ’ হলেও ফ্যাশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কিছু টিপস্‌। খোঁপা বাঁধার সময়ে চুল ভাল করে আঁচড়ে নিন। চেষ্টা করুন কানের পাশ দিয়ে চুলগুলিকে নিয়ে যেতে। এতে পরিষ্কার এবং ফ্রেশ লুক তৈরি হয়। সিঁথি করলেও যেন তা একেবারে নিখুঁত হয়। চাইলে সিঁথির দু’পাশের কিছুটা চুল ফুলিয়েও নিতে পারেন। তবে মুখের আকার বা গঠনের উপরেও খোঁপার সাজ নির্ভর করে। সাজ সম্পূর্ণ করতে পারেন কোনও ফুল সহযোগেও।

পনি টেল

উঁচু করে বাঁধা চুল। পিছন থেকে দেখলে মনে হয় যেন ঘোড়ার লেজ। সেই কারণেই এমন নাম এই কেশসজ্জার। মুখের সঙ্গে মানানসই হলে বেশ বোল্ড লুক দেয় এটি। লম্বা, সোজা চুল হলে আরও ভাল! প্রথমে ভাল করে টেনে চুল আঁচড়ে নিন। তার পর চুল গোছা করে মাথার কিছুটা উপরে তুলে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিন। ব্যস, তা হলেই সাজ সম্পূর্ণ।

টুইস্টেড পনি টেলও কিন্তু মন্দ লাগবে না পুজোর সাজে।

ওয়ারিয়র বান

প্রাচীন কালের যোদ্ধাদের দ্বারা অনুপ্রাণিত এই বিশেষ কেশসজ্জা আজকের ফ্যাশনপ্রেমীদের কাছেও সমান ভাবে জনপ্রিয়। বিশেষত মেয়েদের ক্ষেত্রে! যোদ্ধারা সামান্য কিছুটা চুল নিয়ে মাথার উপর দিকে একটি ছোট্ট খোঁপা বানাতেন যাতে সঠিক জায়গায় তাঁদের যুদ্ধসাজের মুকুটটি ধরে রাখা যায়। আজকের দিনে এটির মধ্যেই বোল্ড লুক নিয়ে এসেছেন কেশসজ্জাশিল্পীরা।

সাইড ওপেন

লম্বা এবং ঢেউ খেলানো চুল হলে এই সহজ কারসাজিটা করতে পারেন। পুরো চুল এক দিকে করে কাঁধের পাশ দিয়ে ফেলে রাখুন। অন্য পাশে চাইলে কিছু নজরকাড়া ক্লিপও যোগ করতে পারেন। এতে মুখের উপর চুলও পড়বে না, আবার সাজেও অন্য মাত্রা আসবে।

লো ব্রেড

কিয়ারা আডবাণীর এই ছবিতে প্রথমেই নজর আটকাল কোথায়? নায়িকার লম্বা বেণীতে নিশ্চয়ই! এর একমাত্র কারণ হল তাতে জড়ানো রুপোলি বাহার। প্রতিদিনের একঘেয়ে স্টাইল ছেড়ে কিছুটা এ ভাবেও ভেবে দেখতে পারেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement