Resham Shilpi Silk Sarees

হ্যান্ডলুম কিংবা সিল্ক, দর্শনার পুজোর শাড়িতে এ বার শুধুই 'রেশম শিল্পী'!

পুজোর ক’দিন শাড়িতে সেজে উঠতে চান? দর্শনার মতোই পছন্দের সাজ বেছে নিতে পারেন।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮
Share:
০১ ১১

দুর্গাপুজোয় ৪ দিনই শাড়ি পরার ইচ্ছে। সপ্তমীর সকালের টইটই হোক বা নবমীর বিকেলের আড্ডা, রোজই বিভিন্ন স্টাইলে শাড়ি পরে তাক লাগাতে চান? দেখুন কী টিপ্‌স দিচ্ছেন অভিনেত্রী দর্শনা বণিক।

০২ ১১

সপ্তমীর সকালে উত্তর বা দক্ষিণ কলকাতা গোটাটা চষে ঠাকুর দেখার পরিকল্পনা? তা হলে এমন একটা হালকা হ্যান্ডলুম বা সুতির শাড়ি পরতে পারেন।

Advertisement
০৩ ১১

হালকা রঙের এমন শাড়ি পরলে যেমন চোখের আরাম হবে, তেমন রোদ, বৃষ্টিতে ঘুরেও আরাম হবে। সাজ সম্পূর্ণ করতে ঝুমকো পরতে পারেন। গলা খালি রাখুন অভিনেত্রীর মতো, এক হাতে ঘড়ি, আরেক হাতে কঙ্কন পরুন। বা দুই হাতেই অভিনেত্রীর মতো চুরি পরতে পারেন।

০৪ ১১

দর্শনার এই সাজটা পছন্দ হল দারুণ? পুজোর একটা শাড়ি এমনই হোক চাইছেন? তাহলে কিন্তু আপনার গন্তব্য হতেই পারে ‘রেশম শিল্পী’। এমন হ্যান্ডলুম থেকে কটন ঢাকাই, সিল্ক সহ নানা ধরনের শাড়ির সম্ভার পেয়ে যাবেন এখানে।

০৫ ১১

এদিন শ্যুটের ফাঁকে দর্শনা আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন তিনি শাড়ি পরতে দারুণ ভালবাসেন। তাই পুজোর কেনাকাটাও সারা তাঁর।

০৬ ১১

দর্শনা জানান, 'আমি শাড়ি কিনতে খুব ভালবাসি। পুজোর শপিং হয়ে গিয়েছে।' তাই সপ্তমী হোক বা অষ্টমী দর্শনা, যে পুজোয় শাড়ি পরছেন তা বেশ স্পষ্ট।

০৭ ১১

অষ্টমীর অঞ্জলির সময় এমন একটি হাতে করা কলমকারী কাজের সঙ্গে তসরের জড়ি বর্ডারের শাড়ি পরতে পারেন। স্নিগ্ধ লুকে নজর কাড়বেন ভিড়েও। মানানসই বা ইচ্ছে হলে বৈগ্রহিক রঙের ব্লাউজ় এবং হালকা গয়নায় সাজ সম্পূর্ণ করবেন। আর আজকাল তো এটা চলছেই। তা ছাড়া এমন এক শাড়ি আলমারিতে থাকলে তার শোভা কয়েক গুণ বাড়তে বাধ্য!

০৮ ১১

অষ্টমীর রাতে এমন একটা সরু পাড়ের লাল সিল্ক হলে কিন্তু মন্দ হয় না। আর আজকাল তো লাল সাদা কম্বো ট্রেন্ডেই রয়েছে। তাই লাল শাড়ির সঙ্গে এমন একটা সাদা ব্লাউজ় বেছে নিতেই পারেন।

০৯ ১১

নবমীর সন্ধ্যায় পরার জন্য ঝুলিতে রাখতে পারেন ‘রেশম শিল্পী’র এই হাতে বোনা লাল কাতান সিল্ক শাড়ি।

১০ ১১

দুর্গাপুজোয় মানেই কলকাতা যেখানে, সেখানেই শহরের ঐতিহ্যশালী স্থাপত্য আঁকা এমন একটা শাড়ি পুজোর সময় আপনাকে ভিড় থেকে আলাদা করবেই।

১১ ১১

এই শাড়িকেও সাদা ব্লাউজ় দিয়ে পরতে পারেন দর্শনার মতো। অথবা কালো ব্লাউজ় দিয়েও মানাবে এই শাড়ি। সঙ্গে হালকা গয়নায় সেজে উঠলে লাগবে অপরূপা। পোশাক: রেশম শিল্পী, রূপটান: সুমন গঙ্গোপাধ্যায়, কেশসজ্জা: মৌসুমী, সাজশিল্পী: কিয়ারা, চিত্রগ্রাহক: তথাগত ঘোষ। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement