Ganesh Puja in Mumbai

প্রকাশ্যে মুম্বইয়ের অন্যতম সেরা লালবাগের গণেশ পুজোর প্রথম ঝলক, দেখে নিন

১২ ফুটের গণেশ মূর্তি। পুজোর ৪ দিন আগে উদ্বোধন। মুম্বইয়ে এখন কলকাতা হাওয়া। কেন, কী ভাবে?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৫
Share:

কলকাতার হাওয়া লাগল কি মুম্বইয়ে? নাকি পুজোর জাঁকজমক নিয়ে গঙ্গা পাড়ের আবেগের ঢল আরব সাগরের তীরেও বরাবরই আছে?

Advertisement

কেন? কেননা, কলকাতা শহরের বড় বড় দুর্গাপুজোর উদ্বোধনের চল তো গত বেশ কয়েক বছর ধরে মহালয়ায় দেবীপক্ষ পড়তেই। এবার দেখা গেল, গণেশ চতুর্থীর চার দিন আগেই মুম্বইয়ে বিখ্যাত গণপতি বাপ্পা-র সুবিশাল পুজো প্যান্ডেলেরও ফিতে কাঁটা হয়েছে।

গণেশ চতুর্থীর উৎসবে আমাদের প্রায় গোটা দেশ গা ভাসায়। এখন তো কলকাতাও ছাড়িয়ে সল্টলেক, হাওড়ায় অনেক বারোয়ারি গণেশ পুজো হচ্ছে। কিন্তু ভারতবর্ষের কোথাও গণেশ পুজোর উন্মাদনা মুম্বইয়ের ধারে কাছে নয়। বলিউডের আইকন নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রীর দলও তুমুল মেতে ওঠে মুম্বইয়ের গণেশ-বন্দনায়।

Advertisement

আর উৎসবের বহর বছরের পর সাধারণত বেড়েই চলে। কমে না। হয়তো সে জন্যই ১৯ সেপ্টেম্বর এবার গণেশ চতুর্থী হলেও, তার চার দিন আগেই গত শুক্রবার দেশের খোদ বাণিজ্য নগরে এক বারোয়ারি গণেশ পুজোর উদ্বোধন ঘটে গিয়েছে! শোনা যাচ্ছে, ওটাই এ বছর মুম্বইয়ের প্রথম গণপতি বাপ্পা-র পুজো প্যান্ডেলের উন্মোচন। ভক্তদের কাছে গণেশ ঠাকুর দর্শনের প্রথম সুযোগ এবারে।

মুম্বইয়ের লালবাগচা রাজা অঞ্চলে এই গণেশ মণ্ডল বা মন্ডপটি ওই শহরের অন্যতম প্রাচীন তথা জনপ্রিয় বারোয়ারি গণেশ পুজো। এবার তাদের সুবিশাল প্যান্ডেলে ১২ ফুটের বিরাট গণেশ মূর্তি। গণেশ চতুর্থীর চার দিন আগেই ওরকম জমকালো গণপতি বাপ্পা দর্শনের সুযোগ পাওয়ায় এখন রোজই দর্শনার্থীদের ভিড়ের ঢল নামছে ওই প্যান্ডেলে। ফলে গণেশ চতুর্থীর চার দিন আগে থাকতেই মুম্বইয়ে এবার তাদের বিখ্যাত গণেশ পুজোর পুরোপুরি আমেজ!

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন